ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

নিহত মিজান

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুর্বৃত্তদের হামলায় আহত যুবলীগ নেতা মিজানুর রহমান ভূঁইয়া (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (২২ মে) বিকেলে নিহতের ছোট ভাই শরীফ আহমেদ ভূঁইয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মিজান ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর ভূঁইয়া বাড়ির মৃত হুমায়ুন কবির মাস্টারের ছেলে। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

নিহতের স্বজনদের অভিযোগ, ব্যবসায়িক শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন

নিহতের ছোট ভাই শরীফ আহমেদ ভূঁইয়া জানান, তার ভাই একজন ঠিকাদার ছিলেন। ঘটনার দিন তার ব্যবসায়িক পার্টনার তাকে কুমিল্লা নগরীর দৌলতপুরে যেতে বলেন। প্রথমে তিনি যেতে না চাইলেও অনুরোধের পর সেখানে যান। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে কিছু দুর্বৃত্ত তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। এরই মধ্যে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী

আগামী ঈদের জন্য নাটকে অভিনয়ে ব্যস্ত অহনা

বগুড়ার নন্দীগ্রামে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটার উৎসব পরিদর্শন করলেন ডিসি