ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটার উৎসব পরিদর্শন করলেন ডিসি

বগুড়ার নন্দীগ্রামে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটার উৎসব পরিদর্শন করলেন ডিসি, ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন করা হয়েছে। এদিন উপজেলা পরিষদ, ভূমি অফিস, ডিজিটাল সেন্টার পরিদর্শন এবং উপজেলা শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের তেঘরী মাঠে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কর্তন ও মাঠ দিবস কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বোরো ব্লক প্রদর্শনীর আয়োজন করে উপজেলা কৃষি বিভাগ। দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজের সভাপতিত্বে পার্টনার কংগ্রেস আওতায় কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক।

আরও পড়ুন

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজীউল হক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন, থানার ওসি মোজাহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, পরিসংখ্যান অফিসার রবিউল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে নানা উপকরণ বিতরণ করা হয়। উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতায় উপকরণ, দুস্থ মায়েদের জন্য শিশুখাদ্য, প্রতিবন্ধীদের হুইল চেয়ার, দরিদ্র কর্মজীবী নারীদের সেলাই মেশিন, দরিদ্র কৃষকদের মাঝে বালাইনাশক স্প্রে মেশিন, উপজেলার গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের মাঝে টর্চলাইট, লাঠি, বাঁশি, উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল ডাস্টবিন, পরিবার পরিকল্পনা সেবা প্রদানের জন্য সিরিঞ্জ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য-আসিফ মাহমুদ

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী