ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

শনিবার তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ

বগুড়ায় বিএনপি’র ‘তারুণ্যের ভাবনা এবং রাজনৈতিক অধিকার’ শীর্ষক সেমিনার শুক্রবার

বগুড়ায় বিএনপি’র ‘তারুণ্যের ভাবনা এবং রাজনৈতিক অধিকার’ শীর্ষক সেমিনার শুক্রবার, ছবি : মো. রাহেনুর ইসলাম

স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা বিষয়ক সমাবেশ বিএনপি’র একটি ভিন্নধর্মী কর্মসূচি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নে বগুড়ায়  শুক্রবার এবং শনিবার রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে এই কর্মসূচি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল অনুষ্ঠানের আয়োজন করেছে। দুই কর্মসূচিতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আব্দুল মোনায়েম মুন্না বলেন, কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় বগুড়ার মম ইন ইকোপার্ক রিসোর্টে এবং এর পরদিন শনিবার বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ অনুষ্ঠিত হবে। আলোচকবৃন্দের মাঝে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান এনডিএম ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ববি হাজ্জাজ, অষ্ট্রেলিয়ার সিডনী ওয়াটার স্ট্রাটেজিক এনালিস্ট ড. ফয়সাল কবীর শুভ, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী কাজী জেসিন, কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক ও আবহাওয়া ডটকম’র প্রতিষ্ঠাতা মোস্তাফা কামাল পলাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ড. রিদওয়ানুল হক, এইচআর বিশেষজ্ঞ শারমিন সুলতান জয়া, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জুলকারিন জাহাঙ্গীর।

আরও পড়ুন

আব্দুল মোনায়েম বলেন, বাংলাদেশ এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসময় কেউ কেউ তরুণদের বিপথগামী করার চেষ্টা করছে। আমাদের দল তারুণ্য নির্ভর দল, তরুণদের সামনে এগিয়ে নেয়ার জন্যই সেমিনার ও সমাবেশ। তারুণ্যকে প্রাধান্য দিয়েই আগামীর রাজনীতিকে তারেক রহমান এগিয়ে নিবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যুবদল’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দল সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, রাজিব হাসান, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, ছাত্রদল সভাপতি সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ সহ বগুড়া জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য-আসিফ মাহমুদ

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী