সাব্বিরের সঙ্গীত জীবনে প্রাপ্তির আরো এক পালক যুক্ত
_original_1747921164.jpg)
অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সাব্বির জামানের সঙ্গীত জীবনের আরো একটি প্রাপ্তির পালক যুক্ত হলো।
গত ১৮ মে ১৯’তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘আমরা দুজন পাখির কূজন’ গানের জন্য সেরা শিল্পী হিসেবে সম্মাননায় ভূষিত হয়েছেন সাব্বির জামান।
২০২৩ সালের ২ মার্চ গানটি দেশের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’র ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়। দ্বৈত কন্ঠে গানটি গেয়েছেন সাব্বির জামান ও আফরোজা রুপা। গানটি লিখেছেন গুনী গীতিকবি, সুরকার, সঙ্গীতশিল্পী লুৎফর হাসান। সুর সঙ্গীত করেছেন শান সায়েক। সেরা ডুয়েট গানের ক্যাটাগরিতে সাব্বির জামানের সঙ্গে এই গানে আফরোজা রুপাও সম্মাননায় ভূষিত হয়েছেন।
আরও পড়ুনসাব্বির জামান বলেন,‘ ১৯তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০২৪-এ সেরা ডুয়েট গানের ক্যাটেগরিতে আমি ও আফরোজা রুপা শিল্পী হিসেবে সম্মাননায় ভূষিত হয়েছি। আমরা দুজন পাখির কূজন গানের জন্য সম্মাননায় ভূষিত হয়েছি। সত্যি কথা বলতে কী, যাদের ছাড়া এই গানটি কোনদিনও আলোর মুখ দেখতো না তারা হলেন বন্ধু সংগীত পরিচালক শান সায়েখ এবং গীতিকবি লুৎফর হাসান। আমার এই প্রিয় দুই মানুষের কাছে দুই ভাইয়ের কাছে আমি আজ আবার আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাদের সুস্থ রাখুন ভালো রাখুন। সেইসাথে আমার সহশিল্পীর জন্যও শুভ কামনা। তাকেও অভিনন্দন। ‘ধ্রুব মিউজিক স্টেশন’ ও ‘ধ্রুব গুহ’ দাদাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই সুন্দর গানটি পৃষ্ঠপোষকতার জন্য। আরো ভালো ভালো গান করার অনুপ্রেরণা পেলাম। আগামীতে আরো চমৎকার গীতিকবিতার মন কাড়া সুওে গান গাওয়ার চেষ্টা থাকবে। অবশ্যই প্রিয় দুই মানুষ শান সায়েক ও লুৎফর হাসান ভাইকে পাশে চাই ভালো গান করার জন্য। ধন্যবাদ এই মিউজিক অ্যাওয়ার্ড সংশ্লিষ্ট সকলের প্রতি। কারণ তারা এই আয়োজনের নেপথ্যে থেকে আমাদের অনুপ্রেরণা দিতে অনেক কষ্ট করেছেন। অনেক ভালোবাসা রইলো চ্যানেল আই পরিবারের সবার প্রতি।’
মন্তব্য করুন