ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়া জিয়ানগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কমিটি গঠন

বগুড়ার দুপচাঁচিয়া জিয়ানগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কমিটি গঠন। প্রতীকী ছবি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বিরুদ্ধে ১২জন মেম্বারের আনিত অনিয়ম দুর্নীতির অভিযোগের বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ এই কমিটি গঠন করেছেন। কমিটির সদস্যরা হলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজশাহ্, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ ও উপজেলা প্রকৌশলী রুবেল হোসেন। গঠিত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৫ মে সোমবার উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের মেম্বার আহসান আলী তালুকদার, আনোয়ার হোসেন, হায়বত আলী শেখ, সহিদুল, মকছেদুল ইসলাম, ইদ্রিস আলী, রফিকুল ইসলাম,আঃ রাজ্জাক, ছালাম উদ্দীন, সংরক্ষিত মহিলা মেম্বার নুরজাহান বিবি, পপি বিবি, আঙ্গুর সহ ১২জনের যুক্ত স্বাক্ষরে অনাস্থায় উল্লেখ্য করা হয়, চেয়ারম্যান আনোয়ার হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকে ৩৮ মাস অতিবাহিত হলেও মাত্র ৪ মাসের বেতন ভাতা পরিশোধ করেছেন। বাকি ৩৪ মাসের বেতন ভাতা বকেয়া রেখেছেন। সেই সাথে স্বেচ্ছাচারিতাসহ ব্যাপক অনিয়ম দুর্নীতি কর্মকান্ড করে আসছেন।

আরও পড়ুন

এ বিষয়ে ইউপি সদস্যরা একাধিকবার অভিযোগ করলেও কোন প্রতিকার না পাওয়ায় এবার অনাস্থাসহ অভিযোগ করেছেন। আজ শুক্রবার (২৩ মে) এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগসমূহ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান মেম্বারদের অনাস্থাসহ অভিযোগের বিষয়ে জানান, এ সংক্রান্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদন স্বাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নওগাঁর রাণীনগরে পাখি পল্লীর পাখি উধাও

সিরাজগঞ্জে দ্রুত বাড়ছে যমুনার পানি

নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ১৬ টন সরকারি চাল উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় ভিজিএফের চাল পেল ৪০ হাজার ৩৬৯ পরিবার