ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

ক্ষমতা ধরে রাখতে গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু

ছবি : সংগৃহিত,ক্ষমতা ধরে রাখতে গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক স্বার্থে গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলি নাগরিকদের ওপর করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার (২৩ মে) ইসরাইলে সংবাদমাধ্যম চ্যানেল ১২-তে সম্প্রচারিত একটি নতুন জরিপে দেখা গেছে, বেশিরভাগ ইসরাইলি মনে করেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধে জয়লাভ বা জিম্মিদের মুক্ত করার চেয়ে ক্ষমতা ধরে রাখতে বেশি আগ্রহী। নেতানিয়াহুর প্রধান লক্ষ্য কী বলে মনে করেন-এমন প্রশ্নের জবাবে ৫৫ শতাংশ ইসরাইলি বলেছেন ক্ষমতায় থাকা, ৩৬ শতাংশ বলেছেন জিম্মিদের ফেরত নেওয়া আর ৯ শতাংশ বলেছেন তারা নিশ্চিত নন। হামাসের কাছে আটক বাকি জিম্মিদের ফেরত আনতে আরেকটি চুক্তি কেন হয়নি-এমন প্রশ্নের জবাবে ৫৩ শতাংশ উত্তরদাতা এটাকে রাজনৈতিক কারণ বলেছেন, ৩৮ শতাংশ বলেছেন যৌক্তিক কারণেই এটা হয়নি। আর ৯ শতাংশ বলেছেন কেন চুক্তি হলো না তারা বিষয়টি সম্পর্কে নিশ্চিত নন। 

আরও পড়ুন

চলতি সপ্তাহে নেতানিয়াহু তার সংবাদ সম্মেলনে জনগণকে গাজা যুদ্ধের যৌক্তিকতা নিয়ে বোঝাতে সক্ষম হয়েছেন কিনা জানতে চাওয়া হলে, ৬২ শতাংশ উত্তরদাতা বলেছেন তিনি তা করতে পারেননি, ৩৪ শতাংশ বলেছেন নেতানিয়াহু বোঝাতে পেরেছেন। আর ৪ শতাংশ বলেছেন তারা নিশ্চিত নন। বৃহস্পতিবার নেতানিয়াহু বলেছিলেন, কাতারে যুদ্ধবিরতি নিয়ে আলোচনাকারী ইসরাইলের প্রতিনিধিদলের সবশেষ কাজ সম্পর্কে তিনি জানেন না, ইসরাইলের প্রধানমন্ত্রীর এই কথা কি তারা বিশ্বাস করেন? জানতে চাইলে ৫৮ শতাংশ বলেছেন, তারা নেতানিয়াহুর এই কথা বিশ্বাস করেন না, ৩০ শতাংশ বলেছেন যে তারা প্রধানমন্ত্রী কথার বিশ্বাস করেন। আর ১২ শতাংশ বলেছেন যে তারা বিষয়টি নিয়ে নিশ্চিত নন। সূত্র : টাইমস অব ইসরাইল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক বিমান বাহিনী প্রধান ও তাঁর পরিবারের ৩৮ ব্যাংক হিসাব জব্দ

বগুড়ার ধুনটে চাচা শ্বশুরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, গ্রামছাড়া হতদরিদ্র গৃহবধূ

রংপুরের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে

সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা

পাবনার বেড়ায় অনিয়মতান্ত্রিকভাবে বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছে

দিনাজপুরের ঘোড়াঘাটে পতিত আ’ লীগের দুই নেতা গ্রেফতার