ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

চট্টগ্রামে ১০ ঘণ্টার নৌকাযাত্রা শেষ হলো মৃত্যুর ঘাটে

চট্টগ্রামে ১০ ঘণ্টার নৌকাযাত্রা শেষ হলো মৃত্যুর ঘাটে

চট্টগ্রামের সন্দ্বীপউপজেলার ১২ বছরের কিশোর আবদুর রহমান চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে যাওয়ার পথে নৌকাতেই মৃত্যুবরণ  করেছে। বৈরী আবহাওয়ায় ১০ ঘণ্টা ধরে ঘাটে অপেক্ষা, তারপর উত্তাল সাগর পাড়ি সব শেষে তার জীবন থেমে যায় মাঝসমুদ্রে।

আবদুর রহমান উপজেলার কালাপানিয়া ইউনিয়নের বাসিন্দা মো. মানিকের ছেলে। এক সপ্তাহ ধরে সে জ্বর ও শারীরিক জটিলতায় ভুগছিল। প্রথমে তাকে নেওয়া হয় সন্দ্বীপের বেসরকারি স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে। অবস্থার অবনতি হলে পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকেরা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত নৌযান পাওয়া যাচ্ছিল না। ঘাটে বসেই অপেক্ষা করতে থাকে আবদুর রহমানের পরিবার।

পরিবারের সদস্য এ আর সোহেল বলেন, আমরা বারবার চেষ্টা করছিলাম কোনোভাবে একটা নৌকা পাওয়ার, কিন্তু নিষেধাজ্ঞা থাকায় কেউ যেতে চাইছিল না। আবদুর রহমানের অবস্থাও খারাপ হচ্ছিল। রাত ১০টার দিকে অবশেষে একটি ছোট লাল রঙের নৌকার ব্যবস্থা করতে পারি।

নৌকাটি যখন সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিচ্ছিল, তখন সাগর ছিল উত্তাল। সেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই কিশোরটি নিথর হয়ে পড়ে।

আরও পড়ুন

আবদুর রহমানের আরেক ফুফাতো ভাই ইকরাম হোসেন বলেন, ঢেউয়ের গর্জনের মধ্যে আমরা বুঝতেই পারিনি কখন সে নিঃশব্দে চলে গেল। কিন্তু আমরা হাল ছাড়িনি। সীতাকুণ্ডের একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানেই চিকিৎসক জানান, সে আগেই মারা গেছে।

এ ঘটনায় এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিবেশী মোজাম্মেল হোসেন বলেন, সন্দ্বীপে জরুরি চিকিৎসার ব্যবস্থা নেই। শুধু আবদুর রহমান নয়, এমন ভোগান্তি প্রায় সময়ই ঘটে। সরকারি উদ্যোগ না থাকলে এই চিত্র বদলাবে না।

সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মানস বিশ্বাস জানান, ‘কিশোরটির মলদ্বার দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল, যা সার্জিক্যাল কেস ছিল। কিন্তু আমাদের হাসপাতালে সার্জনের পদ নেই। তাই দ্রুত বড় হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

শুধু আবদুর রহমান নয়, এমন অসংখ্য মানুষ প্রতিদিন চিকিৎসার অভাবে এবং যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কারণে জীবন ঝুঁকিতে ফেলতে বাধ্য হচ্ছেন। এই ঘটনাই যেন তার করুণ প্রতীক হয়ে রইল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মারা যাচ্ছে মানুষ

বগুড়ার শেরপুরে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৬ জন গ্রেফতার

জুলাই স্মৃতি স্তম্ভ বানাতে’ ভেঙে ফেলা হচ্ছে জামালপুরের বিজয় চত্বর

ফেইসবুকে কু-রুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ায় শাজাহানপুরে ৭ আইডি‘র বিরুদ্ধে জিডি

অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা দুই ভাইসহ গ্রেপ্তার ৪

নির্বাচিত হলে সকল সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের