ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

সিদ্ধিরগঞ্জে ডেকে নিয়ে কিশোরকে চুরিকাঘাতে হত্যা 

সিদ্ধিরগঞ্জে ডেকে নিয়ে কিশোরকে চুরিকাঘাতে হত্যা 

নিউজ ডেস্ক:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উপজেলার ধনকুন্ডা এলাকায় কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। 


শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ৯ টায় এ ছুরিকাঘাত করা হয়। 

নিহত আব্দুল্লাহ খান পায়েল তার বাবার সাথে ওয়ার্কশপে কাজ করতো।

নিহতের বাবা শামীম জানান, ছুরিকাঘাতে আহত ছেলের মোবাইল ফোন থেকে কল পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে খানপুরের ৩শ’  শয্যা বিশিষ্ট হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম জানান, কয়েকদিন আগে কিশোর গ্যাংয়ের দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার সূত্র ধরে হৃদয় ও সাব্বির নামে দুইজন আব্দুল্লাহকে ডেকে নিয়ে যায়। সেখানে আব্দুল্লাহকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। 

এ ঘটনায় সাব্বিরকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরে পুলিশ-বিজিবি-সেনা মোতায়েন, উত্তেজনা বাড়ছে

দিনাজপুরের নবাবগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মুন্নি সাহা ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবের ১৮ কোটি টাকা ফ্রিজ

উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক

দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার

১১তম একনেক সভায় নতুন ও সংশোধিত প্রকল্পের অনুমোদন তালিকায় নেই জবি