ভিডিও শনিবার, ২৩ আগস্ট ২০২৫

ঘরের মাঠে কষ্টার্জিত জয় দিয়েই শুরু পিএসজি’র

ঘরের মাঠে কষ্টার্জিত জয় দিয়েই শুরু পিএসজি’র, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : উসমান ডেম্বেলে পেনাল্টি মিস করলেও ফরাসি লিগ ওয়ানে নিজেদের প্রথম হোম ম্যাচে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই ম্যাচে অ্যাঁজিকে ১-০ গোলে হারিয়েছে তারা। শুক্রবার লিগ চ্যাম্পিয়নদের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ফাবিয়ান রুইজ।এর আগে গেল সোমবার ফরাসি লিগ ওয়ানে ২০২৫-২০২৬ মৌসুম শুরু করে পিএসজি। ওই ম্যাচে দ্য প্যারিসিয়ানদের আতিথ্য দিয়েছিল নাঁতে। আগামী মাসে ঘোষিত হতে যাওয়া ব্যালন ডি’অরের অন্যতম প্রতিযোগী ডেম্বেলে। ফরাসি এই ফরোয়ার্ড প্রথমার্ধের মাঝপথে হুয়াও নেভেসের উপার্জিত পেনাল্টিটি নষ্ট করেন, বলটি ক্রসবারের অনেক ওপর দিয়ে মেরে দেন। যা ডেম্বেলেকে ব্যালন ডি’অর জয়ের পথে কিছুটা হলে পিছিয়ে দিয়েছে।

গোলের সুযোগ নষ্ট করলেও পিএসজি ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে। ৫০ মিনিটে রুইজ দারুণভাবে বক্সের মাঝখান থেকে ডান পায়ে গোল করে সেই আধিপত্যের প্রতিফলন ঘটান। এ ফলাফলে আঞ্জেরের বিপক্ষে ঘরের মাঠে পিএসজির টানা জয়ের সংখ্যা দাঁড়াল ১১। গত মাসে ক্লাব বিশ্বকাপ ফাইনালে চেলসির কাছে হারের পর লুইস এনরিকের দল নতুন মৌসুমের প্রথম তিনটি ম্যাচই জিতেছে। তারা গত সপ্তাহে টটেনহ্যামকে টাইব্রেকারে হারিয়ে ইউরোপিয়ান সুপার কাপ জেতে। এছাড়া লিগের প্রথম ম্যাচে নাঁতের মাঠে ১-০ ব্যবধানে জয় পায়।

আরও পড়ুন

ইতিমধ্যেই ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়া ইতালিয়ান গোলরক্ষক গিয়ানলুইজি দোনারুমাকে এদিনও স্কোয়াডে রাখা রাখেনি পিএসজি। নতুন চুক্তি করা লুকাস শেভালিয়ারকে দায়িত্ব দেওয়া হয় গোলবার পাহারার। পিএসজির পরবর্তী ম্যাচ আগামী ৩১ আগস্ট, তুলুজের বিপক্ষে। বর্তমানে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে এনরিকের দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষ ঢাকামুখী হচ্ছে, বাড়ছে সমস্যা: পরিবেশ উপদেষ্টা

আ.লীগের যারা পদে ছিল তারা যেন কেউ বিএনপিতে স্থান না পায়: রিজভী

স্থানীয় মেধায় বিনিয়োগই বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করবে: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা প্রতিবেদন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরিদর্শন শেষে কথা বলছেন ইউজিসি চেয়ারম্যান | Daily Karatoa

বিগত ৫৩ বছরের মতো নির্বাচন হলে স্বৈরাচার আসবে: সৈয়দ রেজাউল করিম | Daily Karatoa

কেমন হল ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা? | Dhaka University | Daily Karatoa