ভিডিও শনিবার, ২৩ আগস্ট ২০২৫

মৌসুমের প্রথমেই বড় জয় চেলসির 

মৌসুমের প্রথমেই বড় জয় চেলসির, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট হ্যামের বিপক্ষে লিগ মৌসুমের প্রথম জয় পেয়েছে চেলসি। শুক্রবার রাতে লন্ডন স্টেডিয়ামে ৫-১ গোলের বড় জয় পেয়েছে ব্লুজরা। সুবাস ছড়িয়েছেন দুই দলের তিন ব্রাজিলিয়ান ফুটবলার। 

ম্যাচের ৬ মিনিটে ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম প্রথম লিড নেয়। গোলটি করেন বেটিং অভিযোগ থেকে মুক্তি পাওয়া ব্রাজিলিয়ান প্লে মেকার লুকাস পাকুয়েতা। তার দূর পাল্লার দুর্দান্ত শটে করা গোলটি চোখে লেগে থাকার মতো। ৯ মিনিট পরই সমতায় ফেরে চেলসি। ১৫ মিনিটে দারুণ এক হেডে গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রো। ম্যাচের ২৩ মিনিটে লিড নেয় চেলসি। ওই গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড পেদ্রো নেতো। তাকে দিয়ে গোল করান ক্লাব বিশ্বকাপের মধ্যে লন্ডনের ক্লাবে যোগ দেওয়া জোয়াও পেদ্রো। প্রথমার্ধে ব্যবধান ৩-১ করে শেষ করে চেলসি। ম্যাচের ৩৪ মিনিটে গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। যে গোলের পুরো কৃতিত্ব তরুণ ব্রাজিলিয়ান উইঙ্গার এস্তেভাও উইলিয়ামের। 

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধের শুরুতে আরও দুই গোল করে কোচ এনজো মারেস্কার দল চেলসি। ৩৪ মিনিটে ব্যবধান ৪-১ করেন ডিফেন্সিভ মিডফিল্ডার ময়েস কেইসেডো। ৫৮ মিনিটে চেলসির হয়ে পঞ্চম গোলটি করেন সেন্ট্রাল ডিফেন্ডার কালুবাহ। তার গোলেও সহায়তা দিয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার পেদ্রো। প্রথম চেলসির শুরুর একাদশে জায়গা পেয়ে ম্যাচ সেরা হয়েছেন এস্তেভাও উইলিয়াম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে রাস্তার গাছ কেটে দু’দফায় ডাকাতির চেষ্টা

সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গিয়াস উদ্দিন গ্রেফতার

তিস্তা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ

বগুড়া প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠান আগামী ৬ সেপ্টেম্বর

পূর্ণাঙ্গ সিলেবাসে ২০২৬ সালের এইচএসসি মে-জুনে

আইড় মাছ দো-পেয়াজা