ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

তিস্তা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ

তিস্তা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ। ছবি : দৈনিক করতোয়া

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসল করতে নেমে নীরব রায় উৎস (১৮) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। আজ শনিবার (২৩ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৫ টায় উপজেলার মহিপুর এলাকার দ্বিতীয় তিস্তা সেতু সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ উৎস নীলফামারীর জলঢাকা উপজেলার সদর এলাকার তপন রায়ের ছেলে।

তিনি রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালবেলা প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করে রংপুর থেকে ৭ জন বন্ধু মিলে ঘুরতে আসে মহিপুর তিস্তা সেতু এলাকায়। বিকেলে নদীতে গোসলের জন্য ৩ বন্ধু সেতু থেকে লাফ দেয়। দুজন উপরে উঠে আসলেও নীরব পানির স্রোতে তলিয়ে যায়। তার সঙ্গে আসা বন্ধুদের মধ্যে রয়েছেন- আলামিন, মাহিম, রূপম, শাকিল, অয়ন ও শিশির। উৎসর বন্ধু শাকিল বলে, আমরা ৭ বন্ধু ঘুরতে আসছি। এসে আমাদের ৩ জন সেতু থেকে ঝাপ দিছে গোসলের জন্য।

পানির স্রোতে ৩ জনে এগিয়ে আসে। দুজন উদ্ধার হলেও উৎস ডুবে যায়। তারপর থেকে সে নিখোঁজ। ঘটনার পর খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

আরও পড়ুন

তবে রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (স্টেশন মাষ্টার) আব্দুল মান্নান বলেন, আমরা খবর পাওয়ার পর তাৎক্ষণিক এখানে এসেছি। আমাদের রংপুর ইউনিট থেকে দুইজন ডুবুরি এসেছে তারা তৎপরতা চালাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন : এজিএস পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পাঁচ প্রার্থী, কৌশল নাকি অসন্তোষ?

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করেই রূপপুর বিদ্যুৎকেন্দ্রে শুরু হবে উৎপাদন

রংপুরের মিঠাপুকুরে একটি মাদ্রাসার পরিত্যক্ত ভবনে চলছে ক্লাস

বগুড়ার কাহালুতে ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা