ভিডিও শনিবার, ২৩ আগস্ট ২০২৫

ব্যাট-বলে সাকিবের নিষ্প্রভ দিনে বড় হার তার দলের

ব্যাট-বলে সাকিবের নিষ্প্রভ দিনে বড় হার তার দলের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সময়টা একদমই ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। মাঠের বাইরে পরিবার নিয়ে দারুণ সময় কাটালেও ২২ গজে সাকিব পারফরম্যান্স খরায় ভুগছেন। ব্যাটে নেই রান। বল হাতে পাচ্ছেন না উইকেট। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার নিজের ছায়া হয়ে আছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএলে)। তাতে ভুগছে তার দলও। 

শুক্রবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে বিশাল ব্যবধানে হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। আগে ব্যাটিং করে গায়ানা ৩ উইকেটে ২১১ রান করে। জবাবে অ্যান্টিগা ১৫.২ ওভারে গুটিয়ে যায় ১২৮ রানে। বাংলাদেশের তারকা ক্রিকেটার ২ ওভারে ১৬ রানে ছিলেন উইকেটশূন্য। ব্যাটিংয়ে ৭ বলে ১ ছক্কায় করেন ৮ রান। ফিল্ডিংয়ে নিয়েছেন ১ ক্যাচ। এর আগের তিন ম্যাচে তার ব্যাটে রান ছিল যথাক্রমে ৭, ১৩, ১১। বোলিংয়ে চার ম্যাচে শিকার মাত্র ১ উইকেট। 

আরও পড়ুন

সাকিব পারফরম্যান্স খরায় ভুগলেও পয়েন্ট টেবিলে এখনও শীর্ষে আছে অ্যান্টিগা। ৫ ম্যাচে ২ জয়ে ৫ পয়েন্টে তারা রয়েছে শীর্ষে। ১ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। গায়ানার হয়ে এদিন ব্যাট হাতে দ্যুতি ছড়ান শেই হোপ ও শিমরন হেটমায়ার। হোপ ৫৪ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৮২ রান করেন। হেটমায়ার ২৬ বলে ৫টি করে চার ও ছক্কায় করেন ৬৫ রান। শেষ দিকে রোমারিও শেফার্ড ৮ বলে ২টি করে চার ও ছক্কায় ২৫ রান করলে গায়ানা বিশাল পুঁজি পায়। সাকিবের দলের বোলিংয়ের পর ব্যাটিংও জমেনি। সর্বোচ্চ ৩১ রান করেন কারিমা গোরে। বেভন জ্যাকভস ২৬  ও ফ্যাভিয়েন অ্যালেন করেন ২২ রান। সাকিব লেগ স্পিনার ইমরান তাহিরের বল উড়াতে গিয়ে স্ট্যাম্পড হন। ‘বুড়ো’ তাহির ২১ রানে পেয়েছেন ৫ উইকেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করেই রূপপুর বিদ্যুৎকেন্দ্রে শুরু হবে উৎপাদন

রংপুরের মিঠাপুকুরে একটি মাদ্রাসার পরিত্যক্ত ভবনে চলছে ক্লাস

বগুড়ার কাহালুতে ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

দিনাজপুরের বীরগঞ্জে ভাঙা সেতুতে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে শতাধিক পরিবার

বগুড়ার শাজাহানপুরে ৩২টি চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস

বগুড়ার শেরপুরে কোম্পানির অবহেলায় প্রাণ গেল এক নারীর