গ্রেনেড হামলা মামলা
তারেক রহমান প্রতিহিংসার শিকার: আইনজীবী

একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের পঞ্চম দিনের শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।
আইনজীবী এস এম শাহজাহান বলেন, তারেক রহমানকে দেশে ফিরতে না দেয়ায় তিনি বিচারপ্রক্রিয়ায় অংশ নিতে বা আপিল করার সুযোগ পাননি। অথচ ২২৫ জন সাক্ষীর মধ্যে কেউ সরাসরি তারেক রহমানের বিরুদ্ধে কিছু বলেননি। নির্যাতন ও টর্চারের মাধ্যমে নেয়া স্বীকারোক্তির ভিত্তিতেই তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা মুফতি হান্নানসহ আসামিরা জীবিত থাকতেই প্রত্যাহার করে নিয়েছিলেন।
তিনি বলেন, ‘হাইকোর্ট এরইমধ্যে তাকে খালাস দিয়েছেন। আমরা আশা করছি আগামী ৪ সেপ্টেম্বর আপিল বিভাগের রায়েও তারেক রহমানসহ অন্য আসামিরা খালাস পাবেন।’আইনজীবী কাউছার কামাল বলেন, প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে হয়তো থলের বিড়াল বের হয়ে যাবে। যে কারণে শেখ হাসিনা রাজনৈতিক উদ্দেশ্য ও প্রতিহিংসার বশবর্তী হয়ে তারেক রহমানকে এই মামলায় অন্তর্ভুক্ত করেছেন। শেখ হাসিনা নিজেই চাননি আইভি রহমানসহ নিহত ২৪ জনের বিচারটা হোক।
তিনি বলেন, ‘হাইকোর্ট বিভাগ তারেক রহমানকে খালাস দিয়েছেন। আমরা প্রত্যাশা করছি ন্যায়বিচার পাব এবং অ্যাপিলেট ডিভিশনও তারেক রহমানসহ অন্য আসামিদের খালাস দেবেন।
আরও পড়ুনশিশির মনির বলেন, এই মামলার ফারদার ইনভেস্টিগেশন করতে গিয়ে পুলিশের অফিসার, ডিজিএফআই, এনএসআইয়ের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়েছে। কাউকে আসামি বানানো হয়েছে। আবার কাউকে সাক্ষী বানানো হয়েছে। সিনিয়র কর্মকর্তাকে সাক্ষী আর জুনিয়রকে আসামি করা হয়েছে। আমরা বলছি এ ধরনের ক্রিমিনাল বিচার ব্যবস্থার জন্য একটা স্বাধীন ইনভেস্টিগেশন এজেন্সি গড়ে তোলা দরকার, যেন জাতি ভবিষ্যতে উপকৃত হয়।স্বীকারোক্তিমূলক জবানবন্দির ক্ষেত্রে আইনজীবীর উপস্থিতি ও অডিও-ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক করার দাবি জানিয়ে তিনি বলেন, এতে কেউ ইচ্ছেমতো স্বীকারোক্তি ব্যবহার করতে পারবে না।
শিশির মনির বলেন, নিম্ন আদালতের এক বিচারক এমনভাবে রায় দিয়েছিলেন, যেন তা রাজনৈতিক বক্তব্য। এ ছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকেও রাজনৈতিক কারণে এই মামলায় আসামি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা ৪ সেপ্টেম্বরের রায়ে তারেক রহমানসহ সব আসামি খালাস পাবেন। তাহলেই সত্যিকার অর্থে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা মানে করি।’
মন্তব্য করুন