ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

এবারের ঈদে ‘কোটিপতি’ নিলয়, সঙ্গে হিমি

নিলয় সঙ্গে হিমি

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের নাটকপ্রেমীদের কাছে নাটকে এই সময়ে সেরা জুটি হিসেবে স্বীকৃত নিলয়-হিমি জুটি। তারা দু’জন শত শত নাটকে অভিনয় করেছেন। সেসব নাটক কোটি কোটি ভিউ হয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে সময়কে গুরুত্ব দিয়েই ট্রেণ্ডি গল্পে যেমন তারা দু’জন অভিনয় করেছেন । আবার জীবন ঘনিষ্ঠ গল্পের নাটকে অভিনয় করেও তারা দু’জন তুমুল আলোচনায় এসেছেন আগামী ঈদেও তাদেরকে বেশ কিছু ট্রেণ্ডি গল্পের নাটকে এবং জীবন ঘনিষ্ঠ গল্পের নাটকে অভিনয়ে দেখা যাবে। সেই ধারাবাহিকতায় নিলয় ও হিমি এবার ‘কোটিপতি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন।

এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি রচনা করেছেন জায়েদ জুলহাস। নির্মাণ করেছেন বর্ণনাথ।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন,‘ এই নাটকের গল্প হচ্ছে একজন নিম্নবিত্ত মানুষ অভাবে থেকে একসময় অসৎ হয়ে যায়। দুর্নীতি করে এক সময় অনেক টাকার মালিক হয়ে যায়। সেইসাথে খুব অহংকারীও হয়ে যায়। অহংকারী হবার পর কীভাবে একটু একটু করে তার পতন হয়, তাই দেখানো হয়েছে এই নাটকে। বর্ণনাথের নির্দেশনায় এর আগেও আমি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তিনি গল্প প্রধান নাটক নির্মাণ করতে চান, যে নাটকে কোনো না কোনো ম্যাসেজ থাকে। সেটি কমেডি ঘরানার নাটকই হোক বা সিরিয়াস নাটকই হোক। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুউব ভালো।’

হিমি বলেন,‘ অন্যান্য পরিচালকদের চেয়ে বর্ণ দাদার কথা একটু আলাদা করে বলতেই হয়। তার নির্দেশনায় প্রথম কাজেই আমি যে বিষয়টা লক্ষ্য করেছি যে অ্যাক্টিভিটি করতে করতে সংলাপ বলা, এক্সপ্রেশন দেয়া-সেটা আসলে শুরুতেই পেয়েছি। তখনই মনে হয়েছে তিনি জেনে বুঝেই নির্দেশনা দিয়ে থাকেন এবং বেশ গুছানো, পরিপাটি একজন পরিচালক। অল্প চিন্তা ভাবনার মধ্যদিয়েই কাজ ঠিকঠাক মতো আদায় করে নেন তিনি।’

আরও পড়ুন

নিলয় আলমগীর জানান এরইমধ্যে মহিন খান, মোহসীন আকাশ, চয়নিকা চৌধুরী, এস আর মজুমদার, নাজমুল রনি, জাকিউল ইসলাম, রিপন’সহ আরো কয়েকজন পরিচালকের কাজ করার কথা রয়েছে। আসছে ঈদে ‘কোটিপতি’ নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

এদিকে এরইমধ্যে গেলো সপ্তাহে ইউটিউবে প্রকাশ পেয়েছে মেহেদী রনি পরিচালিত নিলয় হিমি অভিনীত ‘ভাই ভাই দ্বন্দ্ব’ নাটকটি। নাটকটিতে আরো অভিনয় করেছেন শাহেদ শাহরিয়ার ও নাহার নওরীন। বিশেষত দুই ভাইয়ের গল্প নিয়ে নির্মিত এই নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে নদী থেকে নিখোঁজ যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

লালমনিরহাটে ১২০ টাকায় চাকরি অনেকের চোখেই আবেগের অশ্রু

বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু রোববার

বৈঠকে যে তিন বিষয়ে রোডম্যাপ চেয়েছে এনসিপি

বর্তমানে বাংলাদেশকে বিক্রি করার ষড়যন্ত্র চলছে : ব্যারিস্টার ফুয়াদ

গাইবান্ধার পলাশবাড়ীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু