ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

এই সময়ে দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি

বিনোদন ডেস্ক ঃ প্রার্থনা ফারদিন দীঘি সর্বশেষ ‘জংলি’ সিনেমার ‘জনম জনম’ গান দিয়ে ভালোভাবেই এদেশের সিনেমাপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। রোমান্টিক ঘরানার এ গানে ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে জুটি পড়েন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ফলে তাদের রসায়ন মানুষ বেশ ইতিবাচকভাবেই নিয়েছে। এখন দীঘির হাতে বেশকিছু কাজ রয়েছে।

এরইমধ্যে শুটিং শেষ করলেন ওয়েব ফিল্ম এর। এটি শিগগিরই দীপ্ত টিভিতে মুক্তি পেতে যাচ্ছে। এর বাইরে এখন যেসব কাজ হাতে রয়েছে সেসব নিয়ে বলতে মানা। শুক্রবার দুপুরে দীঘি বললেন, ‘শিগগিরই মুক্তি পাবে হাইড অ্যান্ড সিক। এটা একটা দারুণ থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত। দর্শকেরা এটি উপভোগ করতে পারবেন। এর বাইরে আমি ভক্তদের নতুন খবর দেব, একটু অপেক্ষা করতে হবে।’ লাইট ক্যামেরা অ্যাকশনের বাইরে দীঘির ব্যস্ত সময় কাটছে বইয়ের পাতায়, পরীক্ষায়। সকলেই জানেন দীঘি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সদ্যই অস্টম সেমিস্টারে উঠলেন।

নিজের পড়াশোনা সম্পর্কে বললেন, ‘এবার অস্টম সেমিস্টারে উঠলাম। আর বাকি চারটা সেমিস্টার। পড়াশোনা শেষ হতে আর হয়তো দেড় বছরের মতো লাগবে। এরপর চিন্তা করবো পোস্ট গগ্রজুয়েশন কোথায় করবো।’ সম্প্রতি সোশ্যাল স্টোরিতে একটি দিয়েছিলেন। যেখানে দীঘিকে অনেকটাই স্লিম মনে হচ্ছিল। নেটিজেনরা ধারণা করছিলেন দীঘি আরো ওজন কমিয়েছেন। কিন্তু দীঘি নিজেই সে ধারণা ভুল প্রমাণ করে করতোয়াকে বললেন, ‘ওটা আগের ছবি। এখন তো ওজন কিছুটা গেইন করেছি।’

আরও পড়ুন

‘তুমি আছো তুমি নেই’ সিনেমা দিয়ে নায়িকা হিসাবে অভিষেক হয় দীঘির। এটি মুক্তি পায় ২০২১ সালে। এরপর একাধিক সিনেমা করেছেন। সিনেমার অভিনয়শিল্পী দোয়েল ও সুব্রত চক্রবর্তীর মেয়ে দীঘি। শিশু বয়সেই বিজ্ঞাপনের মধ্য দিয়ে পরিচিতি পান। প্রথম সিনেমা করেন কাজী হায়াৎ পরিচালিত ‘কাবুলিওয়ালা’। এ সিনেমার জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসাবে ২০০৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি। এরপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়া খলিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কক্ষ সংকট, পরিত্যক্ত ভবন ঝুঁকিপূর্ণ

"সংস্কারের আগে নির্বাচন করা হলে তাতে জনগণের আশা পূরণ হবে না"

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি

বগুড়া শেরপুরের ঐতিহ্যবাহী কেল্লাপোষী জামাইবরণ মেলা রোববার থেকে শুরু

গণআন্দোলন করে ফ্যাসিবাদ উল্টে দেওয়া পরও আবার ফ্যাসিবাদের শঙ্কা দেখা দিয়েছে : বগুড়ায় নজরুল ইসলাম খান

সাংবাদিক উপস্থিতি যথাযথ না হওয়ায় ফারুকীর সম্মেলন স্থগিত