ভিডিও রবিবার, ২৫ মে ২০২৫

বগুড়া শেরপুরের ঐতিহ্যবাহী কেল্লাপোষী জামাইবরণ মেলা রোববার থেকে শুরু

বগুড়া শেরপুরের ঐতিহ্যবাহী কেল্লাপোষী জামাইবরণ মেলা রোববার থেকে শুরু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : রোববার থেকে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী এলাকায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা। জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রোববার থেকে শুরু হওয়া এই মেলা চলবে তিন দিন। মেলাকে কেন্দ্র করে এক সপ্তাহ আগে থেকেই এলাকাজুড়ে চলছে উৎসবের আমেজ। এই এলাকার জামাইরা এই মেলাকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন এবং মেলার সবচাইতে বড় মাছ ও খাসি কিনে শ্বশুরবাড়ি নিয়ে যান, আর শ্বশুর মোটা অঙ্কের সেলামি দেন জামাইকে।

এই কারণে এই মেলা জামাইবরণ মেলা হিসেবেও পরিচিত। এই মেলায় বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র, মিষ্টি, ফলমূল, বড় মাছ, কুটির শিল্পসামগ্রী, রকমারি মসলা ছাড়াও বসেছে নানা ধরনের দোকানপাট, যেখানে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আগত বিক্রেতারা তাদের পণ্যসামগ্রী নিয়ে এসেছেন। মেলা উপলক্ষে স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন।

কেল্লাপোশী মেলা শুধু কেনাকাটার স্থান নয়, এটি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। মেলায় অংশগ্রহণকারীরা বলেন, এই মেলা আমাদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ করে দেয়। মেলায় আগত দর্শনার্থীদের জন্য নিরাপত্তা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও মেলা কমিটি একযোগে কাজ করছে। মেলার সফলতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

আরও পড়ুন

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এসএম মঈনুদ্দিন বলেন, মেলায় কোনো অশ্লীল যাত্রা, জুয়া বা অনৈতিক কার্যক্রম চলবে না। সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ব্যাংক পিএলসি.- গৌরবময় ৩০ বছরের পথচলা

স্ট্যান্ডার্ড ব্যাংকে ‘অনলাইন ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট মনিটরিং সিস্টেম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯৭তম সভা অনুষ্ঠিত 

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের গাজীপুর শাখা

কুমিল্লায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ‘টাউন হল মিটিং’ আয়োজিত

আমানত সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে অবদানের জন্য ৭ জন এজেন্টকে  পুরস্কার প্রদান করলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক