হাবিপ্রবিতে ৫৭৭ আসন ফাঁকা, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি ৫৭৭ শিক্ষার্থী

দিনাজপুর জেলা প্রতিনিধি : দেশের সর্বোত্তরের সর্বোচ্চ বিদ্যাপিঠ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি ৫৭৭ জন শিক্ষার্থী। ফলে মেধা তালিকার ভর্তি শেষে শুন্য রয়েছে হাবিপ্রবি’র ৫৭৭টি আসন। মেধা তালিকার এই ভর্তি কার্যক্রম শেষ হয়েছে গত বৃহস্পতিবার (২২ মে)। হাবিপ্রবি সূত্রে এ তথ্য জানা যায়।
হাবিপ্রবি’র রেজিস্ট্র্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবীর জানান, এই বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ৫টি ইউনিটের বিভিন্ন বিভাগের ১ হাজার ৭৯৫টি আসনে ভর্তির জন্য গত ৫ মে থেকে ৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা।
ফলাফল প্রকাশ করা হয় গত ১০ মে। প্রকাশিত ফলাফল অনুযায়ী মেধা তালিকার ভর্তি শুরু হয় ২১ মে এবং শেষ হয় গত ২২ মে। ভর্তির শেষ দিন পর্যন্ত হাবিপ্রবি’র বিভিন্ন ইউনিটে ১হাজার ৭৯৫টি আসনের মধ্যে ভর্তি হয়েছেন ১ হাজার ২১৮ জন শিক্ষার্থী। ফলে ফাঁকা রয়েছে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ৫৭৭টি আসন।
তিনি জানান, ‘এ’ ইউনিটে মোট ১১১টি আসন শূন্য রয়েছে। যার মধ্যে কৃষি অনুষদে ৭০টি, ডিভিএম অনুষদে ২২টি এবং ফিশারিজ অনুষদে ১৯টি। ‘বি’ ইউনিটে সর্বোচ্চ ২৮৯টি আসন ফাঁকা রয়েছে। যেখানে সিএসই-তে ২৫টি, ইইই-তে ২৭টি, ইসিই-তে ২৩টি, ফুড প্রসেসিং-এ ২২টি, কৃষি প্রকৌশলে ১৯টি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ২২টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১২টি, আর্কিটেকচারে ১৩টি, কেমিস্ট্রিতে ৩২টি, ফিজিক্সে ২৭টি, ম্যাথমেটিক্সে ২৮টি এবং স্ট্যাটিস্টিকসে ২৯টি আসন শূন্য আছে।
আরও পড়ুন‘সি’ ইউনিটে মোট ৮১টি আসন শূন্য রয়েছে। যার মধ্যে অ্যাকাউন্টিং বিভাগে ২৪টি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং-এ ২১টি, ম্যানেজমেন্ট বিভাগে ২৫টি এবং মার্কেটিং বিভাগে ১১টি। ‘ডি’ ইউনিটে মোট ৯৬টি আসন ফাঁকা রয়েছে, যেখানে অর্থনীতি, ইংরেজি, সমাজবিজ্ঞান ও উন্নয়ন অধ্যয়ন বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফাঁকা আসনগুলো পূরণে আগামী ২৮ ও ২৯ মে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হতে পারে।
উল্লেখ্য, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে হাবিপ্রবির ৫টি ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৭৯৫টি। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন ৭২ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী। ভর্তির জন্য আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে ‘এ’ ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯৩ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ২ হাজার ৩৯৪ জন, ‘সি’ ইউনিট (বিজ্ঞান ও মানবিক) ৪ হাজার ৪৫৬ জন এবং ‘ডি’ ইউনিটে ১৮ হাজার ৪৩৮ জন।
মন্তব্য করুন