দিনাজপুরের ঘোড়াঘাটে পতিত আ’ লীগের দুই নেতা গ্রেফতার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় পতিত আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে ঘোড়াঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত দুইজন হলেন- উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের চোপাগাড়ী গ্রামের ইউনুস আলী মন্ডলের ছেলে আনারুল ইসলাম (৫০)। তিনি পতিত আওয়ামী লীগের ঘোড়াঘাট ইউনিয়ন সভাপতি এবং দিলজার রহমান (৪৮) একই উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের করঞ্জি দীঘিপাড়া গ্রামের মৃত ছবির আলী প্রধানের ছেলে। তিনি ওই ইউনিয়নের একই সংগঠনের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
আরও পড়ুনউল্লেখ্য, গত বছর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য সহিদ শেখ বাদি হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন। এ মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।
মন্তব্য করুন