অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চালকের মৃত্যু
_original_1748261212.jpg)
কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে তোফায়েল মিয়া (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ (২৬ মে) সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তোফায়েল মিয়া ওই গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক।
আরও পড়ুনস্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে নিজ বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশাটি চার্জ দিতে যান তোফায়েল। চার্জ দেয়ার সময় বিদ্যুতের তার অটোরিকশার গায়ে লেগে যানবাহনটি বিদ্যুতায়িত হয়ে যায়। তিনি অটোরিকশায় হাত দেয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন