ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

১০৭ বছরের রেকর্ড ভেঙে মুম্বাইতে একনাগারে বর্ষণ

ছবি : সংগৃহীত,১০৭ বছরের রেকর্ড ভেঙে মুম্বাইতে একনাগারে বর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে টানা বৃষ্টিতে অচল হয়ে পড়েছে জনজীবন। গত ২৪ ঘণ্টায় ১০৭ বছরের রেকর্ড ভেঙে প্রবল বর্ষণের কারণে শহরের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। রাস্তাঘাট, বাসাবাড়ি, রেললাইন—সবকিছুই জলমগ্ন। মুম্বাই ও থানের পার্শ্ববর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা। মহারাষ্ট্রের রায়গড়, রত্নগিরি ও সিন্ধুদুর্গে রয়েছে হলুদ সতর্কতা।

সোমবার ভোর থেকে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির জেরে বন্ধ হয়ে গেছে রেল ও বিমান পরিষেবা। মুম্বাই বিমানবন্দরে রানওয়েতে পানি জমে যাওয়ায় অন্তত ২৫০টি ফ্লাইটের উপর প্রভাব পড়েছে। শহরের নতুন চালু হওয়া ওরলি আচার্য আত্রে চক আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন বৃষ্টির পানিতে পুকুরে পরিণত হয়েছে, ফলে সাময়িকভাবে বন্ধ করতে হয়েছে পরিষেবা।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই বর্ষণে মুম্বাইতে মে মাসে বৃষ্টিপাতের ১০৭ বছরের রেকর্ড ভেঙেছে। পাশাপাশি গত ২৫ বছরের মধ্যে এই প্রথম নির্ধারিত সময়ের আগেই বর্ষা পৌঁছে গেল শহরে।

শহরের কুরলা, সিয়ন, দাদর, পারেলের মতো নিচু এলাকাগুলিতে হাঁটু সমান পানি জমেছে। রাস্তার ওপর গাড়ি ভেসে যাওয়ার দৃশ্য যেন শহরবাসীর জন্য নতুন নয়। সেন্ট্রাল, ওয়েস্টার্ন ও হারবার—এই তিন প্রধান রেললাইনে ট্রেন চলাচলে ব্যাপক দেরি হচ্ছে।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মুম্বাই ও থানে জেলার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন। দুর্যোগ মোকাবিলায় জরুরি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন

সোমবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে মুম্বাইয়ের নরিমান পয়েন্ট ফায়ার স্টেশনে ১০৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ায় শহরের বিভিন্ন প্রান্তে গাছ পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। পশ্চিম মুম্বাইয়ে অন্তত পাঁচটি স্থানে গাছ ভেঙে পড়েছে।

মুম্বাইয়ের পাশাপাশি কর্নাটকের উপকূলবর্তী জেলাগুলিতেও টানা বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজ্যের বেলাগাভি জেলার গোকাক নগরে একটি বাড়ির দেয়াল ধসে তিন বছরের কিশোরী মৃত্তিকার মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার মা ও ছোট বোন।

তামিলনাড়ুর নীলগিরি ও কোয়েম্বাটুর পার্বত্য এলাকায়ও আগামী ২৮ মে পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কেরালার ১১টি জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। তিরুবন্তপুরম, কোল্লাম ও আলাপ্পুঝা জেলায় দেওয়া হয়েছে হলুদ সতর্কতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি জুলাই মাসেও চালু হচ্ছে না জবি'র ফুডকোর্ট

জয়পুরহাটের আক্কেলপুরে যুবক ছুরিকাহত ২ জন গ্রেফতার

বগুড়ার শেরপুরে সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ গ্রেফতার

বগুড়া শজিমেক হাসপাতালে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন

বগুড়ার সারিয়াকান্দিতে দুটি দই ঘরের ২০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে