আ’লীগ নেতা দুলুর ছেলে, ভাতিজা ও ভাগ্নে গ্রেফতার
বগুড়ার শাজাহানপুরে আ’লীগ ও সহযোগী সংগঠনের আট নেতাকর্মী গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুর থানা পুলিশের অভিযানে বগুড়া জেলা (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুর ছেলে, ভাতিজা ও ভাগ্নেসহ সহযোগী সংগঠনের আট নেতাকর্মী গ্রেফতার হয়েছে।
আজ সোমবার (২৬ মে) ভোর সাড়ে ৫টায় উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ গ্রামে অভিযান চালিয়ে বগুড়া জেলা (নিষিদ্ধ ঘোষিত) ছাত্রলীগের সক্রিয় কর্মী আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান দুলুর বড় ছেলে মাশরুখ আল রহমান অরিত্র (২৮) এবং একই অভিযানে আসাদুর রহমান দুলুর বড় ভাই আতাউর রহমানের ছেলে আমরুল ইউনিয়ন আওয়াম লীগের সক্রিয় কর্মী অরবিম বাবুকে (৩১) গ্রেফতার করে থানা পুলিশ।
থানা পুলিশ জানিয়েছে, তারা উভয়ে যুবদল নেতা ফোরকান হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। এর আগে গতকাল ২৫ মে রোববার বিকাল সাড়ে ৫টায় উপজেলার শাহনগর বাজার থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী রাকিবুল ইসলামকে (২৬) গ্রেফতার করে থানা পুলিশ। সে শাহনাগর গ্রামের বাদশা মিয়ার ছেলে। সেও ফোরকান হত্যা মামালায় তদন্তে প্রাপ্ত আসামি।
একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এএসএম ফেরদৌসকে (৪২) গ্রেফতার করে থানা পুলিশ। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুর ভাগ্নে এবং পেশায় একজন দলিল লেখক। ওইদিন রাত সাড়ে ৮টায় উপজেলার গোহাইল বাজার থেকে গ্রেফতার করা হয় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলামকে (৩৫)। সে শালিখা গ্রামের আব্দুল গফুর সাজুর ছেলে।
আরও পড়ুন২৩ মে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার খরনা ইউনিয়নের দেশমা বাজার থেকে গ্রেফতার করা হয় খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়ালিউল ইসলাম মামুনকে (৫২)। একই দিন রাত সাড়ে ৮টায় উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা বাজার থেকে গ্রেফতার করা হয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রিয়াজকে (২৭)।
তিনি জালশুকা উত্তরপাড়া গ্রামের আব্দুল হাকিম ভুট্টার ছেলে। এছাড়া ২২ মে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ থেকে বের হওয়ার সময় গ্রেফতার করা হয় জেলা আওয়ামী লীগের সদস্য খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুর ভাগ্নে আব্দুল্লাহ আল ফারুককে (৪৫)। গ্রেফতারকৃত সকলেই যুবদল নেতা ফোরকান হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি এবং কারও কারও বিরুদ্ধে অন্য মামলাও রয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যাসহ অন্যান্য মামলা রয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মন্তব্য করুন