ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

আরও এক মামলায় চিন্ময়কে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

সরকারি কাজে বাধা দান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের এ মামলাসহ মোট চার মামলায় ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

 

আজ মঙ্গলবার (২৭ মে ) এ আদেশ দেয় চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন। এর আগে সোমবার পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের আরেক মামলায় চিন্ময় কৃষ্ণকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন আদালত।

গত ১৮ মে চিন্ময়কে রাষ্ট্রদ্রোহ মামলা এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন আদালত।

 

চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে আদালত চিন্ময় কৃষ্ণ দাসকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে আগামী ৩ জুন আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সূত্র জানায়, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ নির্দেশকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি করে চিন্ময়ের অনুসারীরা। প্রায় তিন ঘণ্টা তাকে বহনকারী প্রিজনভ্যান আদালত এলাকায় আটকে রাখে তারা। 

আরও পড়ুন

গত ১৮ মে চিন্ময়কে রাষ্ট্রদ্রোহ মামলা এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন আদালত।

একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। 

পরে নগরীর লালদিঘীরপাড় থেকে কোতোয়ালি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

এরপর আইনজীবী হত্যা, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুর, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় মোট ছয়টি মামলা হয়। এর মধ্যে আইনজীবী হত্যাসহ চারটি মামলায় চিন্ময়কে আদালতের নির্দেশে গ্রেফতার দেখানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদর্শগ্রামে আগুনে ৮টি বাড়ি পুড়ে ছাই

সোনা জান’-এ অভূতপূর্ব সাড়া মিলছে কণা’র

বগুড়ার দুপচাঁচিয়ায় জোড়া খুন ও ডাকাতির ঘটনায় আরও একজন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ক্যারিয়ারের সুবর্ণ সময়ে আরশ খান

জয়পুুরহাটের পাঁচবিবিতে ৩৫ বছর পর প্রাণী সম্পদ বিভাগের জমি উদ্ধার