ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ সিরিজ শুরুর আগমুহূর্তে ছিটকে গেলেন ওয়াসিম

বাংলাদেশ সিরিজ শুরুর আগমুহূর্তে ছিটকে গেলেন ওয়াসিম, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: দু’দিন আগেই শেষ হলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। এরপরই দেশটির জাতীয় দল টি-টোয়েন্টি সিরিজে নামছে বাংলাদেশের বিপক্ষে। আগামীকাল (বুধবার) থেকে তিন ম্যাচের সিরিজটি মাঠে গড়াবে। তার আগেই চোটের ধাক্কা লেগেছে স্বাগতিক শিবিরে। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে পুরো সিরিজেই খেলা হচ্ছে না পাক পেসার ওয়াসিম জুনিয়রের।আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে পিসিবি। জানা গেছে, পিএসএলে ম্যাচ চলাকালে তিনি চোট পান। নির্ধারিত সময়ের মধ্যে তার ফিট হয়ে মাঠে ফেরা সম্ভব নয়। সে কারণে ওয়াসিমের পরিবর্তে পাকিস্তানের স্কোয়াডে ডাক পড়েছে আব্বাস আফ্রিদির। তিনি সদ্য সমাপ্ত পিএসএলে দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি উইকেট শিকার করেছিলেন।

এবারের পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন ওয়াসিম জুনিয়র। তার দল ফাইনালেও উঠেছিল। যদিও শিরোপা নির্ধারণী রোমাঞ্চকর মহারণে শাদাব খানের দলটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শাহিন আফ্রিদির লাহোর কালান্দার্স। কোয়েটার হয়ে ৮ ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন ওয়াসিম। ইকোনমি ছিল ৭.৩৮। এ ছাড়া পাকিস্তান জাতীয় দলে ২৯ টি-টোয়েন্টিতে ৩৬ উইকেট শিকার করেন ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার।অন্যদিকে, ওয়াসিমের বদলে ডাক পাওয়া আব্বাস বাংলাদেশ সিরিজের জন্য প্রথমে স্কোয়াডে জায়গা পাননি। সতীর্থের চোট তার জন্য আন্তর্জাতিক ম্যাচের দরজা খুলে দিয়েছে। পাকিস্তানের হয়ে তিনি এখন পর্যন্ত ২০ টি-টোয়েন্টিতে ৩৩ উইকেট নিয়েছেন। এ ছাড়া এবারের পিএসএলে করাচি কিংসের হয়ে খেলেছেন আব্বাস। যেখানে ১১ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ২৪ বছর বয়সী এই পেসার আসর শেষ করেন। তার দলও বিদায় নেয় প্লে-অফ থেকে।বাংলাদেশের বিপক্ষে আগামীকাল তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ টি-টোয়েন্টিতে নামবে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এরপর ৩০ মে ও ১ জুন হবে সিরিজের বাকি দুই ম্যাচ। সিরিজের তিনটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

আরও পড়ুন

পাকিস্তানের স্কোয়াড : সালমান আলী আগা (অধিনায়ক), শাদাব খান, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, ইরফান খান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), আব্বাস আফ্রিদি, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন