ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

নস্টালজিক লাগছে, যেন স্বপ্ন পূরণ হতে চলেছে : আয়ুষ্মান খুরানা

নস্টালজিক লাগছে, যেন স্বপ্ন পূরণ হতে চলেছে : আয়ুষ্মান খুরানা, ছবি: সংগৃহীত।

বিনোদনডেস্ক: নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। ছবির বিষয়ের উপর জোর দিয়ে ছবি নির্বাচন করেন তিনি। তার অভিনীত ছবিগুলো বলিউডের তথাকথিত বিগবাজেট ছবিগুলোকে সহজেই টেক্কা দেয়। এবার আয়ুষ্মানের কাছে নতুন সুযোগের সঙ্গে নতুন চ্যালেঞ্জ। এই প্রথম দীপাবলির সময় তার অভিনীত ‘থামা’ ছবি মুক্তির কথা রয়েছে। পরিচালক আদিত্য সর্পদারের পরিচালনায় এই প্রথম অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধেছেন আয়ুষ্মান।

এ সাক্ষাৎকারে আয়ুষ্মান খুরানা বলেন, ‘ছোট বেলা থেকে দীপাবলির উৎসব আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে পরিবারের সকলকে নিয়ে আমরা উৎসব পালন করি। দীপাবলির উৎসবে আমি নিজেও বাড়ির সকলকে নিয়ে হইহই করে সিনেমা দেখতে যেতাম।’ তার কথায়, ‘এবার আমার ছবি উৎসবের মৌসুমে যখন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে, তখন খুব নস্টালজিক লাগছে। কোথাও যেন একটা স্বপ্ন পূরণ হতে চলেছে মনে হয়।’

আরও পড়ুন

উৎসবের সময় ছুটির আমেজ থাকে,তাই সেই সময় অনেক বিগ বাজেট ছবি মুক্তি পায়। তাই হল পাওয়া নিয়েও নানা সমস্যা হয়ে থাকে। তবে সাধারণত এই সময় যেভাবে ছবি মুক্তি পায় তা সুপারহিট হয়। তাই আগামী দীপাবলিতে যখন আয়ুষ্মান-রাশমিকা জুটির ছবি আসবে, আশা করাই যায় এই ছবির বক্স অফিসে সাফল্য আনবে। যদিও সময় ঠিক করবে ‘থামা’ বক্স অফিস কতটা সফলতা পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের নারীদের শ্রদ্ধায় ঢাবিতে অনন্য ড্রোন শো

রংপুরের কাউনিয়ায় ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা যুবক গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

বিচারিক আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি : হাইকোর্ট

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার