ফ্রান্স দলের জন্য নিজেকে যোগ্য মনে করেন জিদান

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন প্রত্যেক ফুটবলারেরই থাকে। ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের বেলায়ও সেটি সত্য। ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী এই তারকা ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। ২০২৬ বিশ্বকাপের পর কিলিয়ান এমবাপেদের দায়িত্ব নেওয়ার স্বপ্ন দেখছেন তিনি।
৫২ বছর বয়সী জিদান গত সোমবার ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস-এর আয়োজনে একটি অনুষ্ঠানে ফ্রান্সের কোচ হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। ফরাসি গণমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে। সেখানে তিনি ফ্রান্সের কোচ হওয়াকে ‘স্বপ্নের মতো’ কাজ বলে বর্ণনা করেন। জিদান বলেন, ‘আমি ফ্রান্স দলের জন্য নিজেকে যোগ্য মনে করি। সেখানে আমি খেলেছি এবং ১২, ১৩, এমনকি ১৪ বছর কাটিয়েছি খেলোয়াড় হিসেবে। অবশ্যই এটা আমার স্বপ্ন। আমি আর অপেক্ষা করতে পারছি না।’
১৯৯৮ সালে নেতৃত্বে দিয়ে ফ্রান্সকে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতিয়েছিলেন জিদান। ফাইনালে দুটি গোল করে শিরোপা অর্জনের পথে বড় অবদান রাখেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ফ্রান্সের বর্তমান কোচ দেদিয়ের দেশম। ২০১২ সাল থেকে ফরাসিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দেশমও ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য এবং জিদানের মিডফিল্ড পার্টনার। এছাড়া ২০০০ সালে ফ্রান্সের ইউরোজয়ী দলেও ছিলেন মিডফিল্ডার দেশম। খেলোয়াড়ী জীবনের পর ২০১৮ সালে কোচ হিসেবেও ফ্রান্সকে বিশ্বকাপ জেতান দেশম। ফরাসিদের দীর্ঘদিনের এই কোচ ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।
আরও পড়ুনঅর্থাৎ দেশম সরে গেলেই কোচ হওয়ার সুযোগ আসবে জিদানের। আর সেই সুযোগ লুফে নেওয়ার জন্যই মুখিয়ে আছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ। কোচ হিসেবে জিদান রিয়ালকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এবং দুটি লা লিগা শিরোপা জিতিয়েছেন। তবে ২০২১ সালে রিয়ালের দ্বিতীয় মেয়াদে দায়িত্বকাল শেষ করার পর থেকে আর কোনো কোচিং দায়িত্ব নেননি জিদান।
মন্তব্য করুন