ভিডিও শুক্রবার, ৩০ মে ২০২৫

পিএসজিকে এবারই চ্যাম্পিয়নস লিগ জেতাতে চান এনরিকে

পিএসজিকে এবারই চ্যাম্পিয়নস লিগ জেতাতে চান এনরিকে, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়া থেকে আর মাত্র এক ম্যাচ দূরে পিএসজি। আগামী শনিবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পাবে প্যারিসের ক্লাবটি। এর মধ্য দিয়ে শুধু ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুটই তারা পাবে না, ঐতিহাসিক ট্রেবল জয়ের মিশনও সম্পন্ন করবে ক্লাবটি।

প্রায় এক দশকের বেশি সময় ধরে চ্যাম্পিয়নস লিগ ট্রফিকে পাখির চোখ করেছে পিএসজি। এ জন্য টাকার বস্তা নিয়ে খেলোয়াড় কেনার বাজারেও নামে তারা। কিন্তু জ্লাতান ইব্রাহিমোভিচ, এদিনসন কাভানি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো তারকাদের নিয়েও চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি পিএসজি। সর্বোচ্চ সাফল্য ২০১৯-২০ মৌসুমে ফাইনালে খেলা। সেবার বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে। তবে এই তারকাদের বিদায়ের পরই এবার নতুন করে ইতিহাস লেখার সম্ভাবনা জাগিয়েছে লুইস এনরিকের দলটি। ফাইনালে ওঠার পথে অসাধারণ ফুটবলও উপহার দিয়েছে তারা। এখন পিএসজি’র অপেক্ষা শুধু শেষ ধাপটি পেরোনোর।

শেষ কাজটি ঠিকঠাক সম্পন্ন করে দলের খেলোয়াড়দের নতুন ইতিহাস লেখার তাগিদ দিয়েছে পিএসজি কোচ লুইস এনরিকেও। সুবর্ণ এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চান না তিনি। এনরিকে বলেছেন, ‘আমরা সবাই ইতিহাস গড়তে চাই এবং পিএসজি’র হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। প্রথমবার ট্রফি জেতা সব সময় কঠিন। কিন্তু এটাই আমাকে উজ্জীবিত করছে। এখন কেবল দুটি টিকে আছে এবং ম্যাচও বাকি একটা। আমি মনে করি আমরা যা অর্জন করেছি. তা নিয়ে গর্ব করা যায়; কিন্তু আমাদের কাজটা শেষ করতে হবে। কারণ, আমাদের লক্ষ্য হলো ইতিহাসে নাম লেখানো।’

আরও পড়ুন

পিএসজির এই দল ট্রফি জেতার যোগ্য উল্লেখ করে এনরিকে আরও বলেছেন, ‘আমাদের দল এই ফাইনাল খেলার যোগ্য। কোনো সন্দেহ নেই যে পিএসজি’র সমর্থকেরা এবং ক্লাবটি এই ট্রফি জেতার যোগ্য। আমি জানি না, এটা ৩১ মে ঘটবে, নাকি এক, দুই, তিন বা চার বছর পর ঘটবে। তবে আমি আশা করি, আমরা প্রথমবারেই সেই ইতিহাস লিখব। কারণ, প্যারিসে প্রথমবার পা রাখার পর থেকেই এটাই আমাদের প্রেরণা।’

দীর্ঘমেয়াদি প্রকল্প নিয়ে এলেও অর্জনের জন্য অপেক্ষা করে থাকতে চান না এনরিকে। এই মৌসুমেই সুযোগ কাজে লাগিয়ে দলকে ইতিহাসের চূড়ায় নিতে চান তিনি, ‘আমরা সবাই একটি দীর্ঘমেয়াদি প্রকল্পে কাজ করতে চাই। কিন্তু আপনি যখন ফুটবলে দীর্ঘ সময় কাজ করবেন, তখন বুঝতে পারবেন যে আমরা পরের মৌসুমে শিরোপা জিতব, এটা বলার সুযোগ এখানে নেই। কারণ, পরের মৌসুমে অন্য কোনো দল হয়তো আপনার দলের চেয়ে ভালো হবে। তাই আমাদের এখনই জিততে হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতা নিরসনে জরুরি কন্ট্রোল রুম খুলেছে ডিএনসিসি

বিসিবি সভাপতি ফারুকের মনোনয়ন বাতিল

দিনাজপুরের নবাবগঞ্জে ৪৯ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফে’র চাল

কুড়িগ্রামের উলিপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

দিনাজপুরের বোচাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১৩ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে তিন কজি ৩শ’ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১