ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

বাঙলা কলেজের শিক্ষার্থী তপু হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

বাঙলা কলেজের শিক্ষার্থী তপু হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থী নূরুল আমিন তপুকে অপহরণের করে হত্যা অভিযোগের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামিরা হলো– মো. আরিফুল ইসলাম, মো. ইমরান হোসেন ও মো. ইয়ামিন মোল্যা।  

আরও পড়ুন

মঙ্গলবার কারাগারে আটক আসামি আরিফুল ও ইমরানকে আদালতে হাজির করা হয়। তবে পলাতক থাকায় অপর আসামি ইয়ামিন উপস্থিত ছিল না। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। ইয়ামিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

 

তপু নিখোঁজের পর ২০২২ সালের ২ জানুয়ারি তার চাচা রাজধানীর দারুসসালাম থানায় একটি জিডি করেন। এরপর অপহরণকারীরা তার চাচার কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। পরে তিনি দারুসসালাম থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার পর ছায়াতদন্ত শুরু করে গোয়েন্দা মিরপুর বিভাগের জোনাল টিম। ঘটনার দুদিন পর এই তিন অপহরণকারীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, মিরপুর বেড়িবাঁধের জহুরাবাদস্থ এলাকায় ইমরানের ভাড়া বাসায় তপুকে ডেকে নিয়ে সুকৌশলে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ না পেয়ে ইমরানের বাসাতেই শ্বাসরোধে হত্যা করা হয় তপুকে। এরপর মরদেহ বস্তাবন্দি করে জহুরাবাদের বেড়িবাঁধে ফেলে দেওয়া হয়। আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

গণহত্যাকারী ইসরায়েরের সঙ্গে কোনো বাণিজ্য নয় : স্পেনের প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সিদ্ধান্ত চূড়ান্ত হবে ২১ মে

লাইভ চলাকালে টিকটক ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা

কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের ২৭ জওয়ান

অবসর ভেঙে ব্রাজিল দলে ফিরলেন মার্তা