ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে ধসে পড়া ব্রিজে দুর্ভোগ এলাকাবাসীর

কুড়িগ্রামের উলিপুরে ধসে পড়া ব্রিজে দুর্ভোগ এলাকাবাসীর। ছবি : দৈনিক করতোয়া

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পাউবোথর সুষ্ঠু তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছেমতো খনন কাজ করায় নদীর উপর নির্মিত ব্রিজগুলো দুমড়ে-মুচড়ে পড়েছে। ফলে এসব ব্রিজের উপর দিয়ে চলাচলকারী আশপাশের গ্রামের হাজার হাজার মানুষ দীর্ঘদিন থেকে বিপাকে পড়ে আছে।

ভেঙে পড়া এসব ব্রিজে নিজস্ব উদ্যোগে চলাচলের জন্য বাঁশ ও কাঠ দিয়ে সাঁকো তৈরি করলেও ইতোমধ্যে জরাজীর্ণ হয়ে পরায় তা আবারও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছে এলাকার মানুষ। প্রতিনিয়ত ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। এলাকাবাসীর আশঙ্কা আসন্ন বর্ষা মৌসুমে মানুষজনকে চরম দুর্ভোগে পড়তে হবে। 
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থবছরে ডেল্টা প্লান-২১০০ পরিকল্পনার অংশ হিসেবে পরিবেশ, বন্যা, সেচ, মৎস্য চাষ, নাব্যতা, হাঁস মুরগির খামার, স্বাস্থ্য সেবার উন্নয়নসহ এলাকার জলাবদ্ধতা নিরসনে ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্র নদের সংযোগস্থল হাতিয়া ইউনিয়নের বাগুয়া অনন্তপুর বাজার থেকে পান্ডুল বাজার পর্যন্ত সাড়ে ৩০ কিলোমিটার বামনী নদী খনন করা হয়।

চারটি গ্রুপে খনন কাজের দায়িত্ব পায় রংপুরের হাসিবুল হাসান দুইটি গ্রুপ, কুষ্টিয়ার এস.ই-এন.ইউ.এম-জেভি একটি ও পটুয়াখালীর মিজানুর রহমান নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয় ১৫ কোটি ৭০ লাখ টাকা। নদীটি খনন করার সময় বামনী নদীর উপর নির্মিত প্রায় ২৫টি ব্রিজের সাতটিই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সে সময় পান্ডুল ইউনিয়নের কাগজী পাড়া এলাকায় নির্মিত একটি পুরাতন ব্রিজ পানির স্রোতে ধসে পড়ে।

আরও পড়ুন

ফলে এ ব্রিজের উপর দিয়ে চলাচলকারী আমভদ্রপাড়া, জটিয়াপাড়া, চাকলিরপাড়সহ আশপাশের প্রায় ১০ গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। এ পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় লোকজনের সহায়তায় চলাচলের জন্য বাঁশ ও কাঁঠ দিয়ে বিকল্প সেতু তৈরি করা হয়। এছাড়া মাঝবিল এলাকার গঙ্গারাম নদীর উপর নির্মিত ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের নির্মিত ব্রিজটির উইং ওয়ালের মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান বলেন, নদীর উপর ক্ষতিগ্রস্ত ব্রিজগুলো পুনঃনির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এবিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, এসব ব্রিজ নির্মাণের দায়িত্ব উপজেলা প্রকৌশল বিভাগ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের। বিষয়গুলো সংশ্লিষ্ট অফিসকে অবহিত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

বগুড়ার ধুনট-গোসাইবাড়ি ভাঙাচোরা সড়ক যেন মরণফাঁদ, চরম জনদূর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

সিরাজগঞ্জের কাজিপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপি

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২