ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইশরাকের শপথ সংক্রান্ত আদেশের কপি পেল ইসি

ইশরাকের শপথ সংক্রান্ত আদেশের কপি পেল ইসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ সংক্রান্ত আদেশের কপি আজ সন্ধ্যায় হাতে পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে কাল নির্বাচন কমিশনে বৈঠক হতে পারে। এরপরে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। 

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আদেশের কপি আমরা হাতে পেয়েছি। এরআগে বিকালে আখতার আহমেদ বলেন, ইশরাকের বিষয়েও মাননীয় আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইসির কর্মকর্তারা বলেন, কাল নির্বাচন কমিশন এই আদেশের কপি নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে। এরপরে ইসি এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে। 

আরও পড়ুন

ইশরাক হোসেনের শপথ আটকাতে আপিল বিভাগে যে আবেদন করা হয়েছিল, ২৯ মে তা পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই জটিলতায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করে সর্বোচ্চ আদালত বলেছে, নির্বাচন কমিশন এক্ষেত্রে তার সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি।

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট জারির জন্য নির্বাচন কমিশন মন্ত্রণালয়ের কাছে যে মতামত চেয়েছিল, তা নিয়েও উষ্মা প্রকাশ করেছে সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ বলেছে, সংবিধান নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতা প্রয়োগ না করে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। অথচ সংবিধান অনুযায়ী উল্টো নির্বাচন কমিশনকে সাহায্য করার কথা মন্ত্রণালয়ের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় জনতার হাতে ভুয়া পুলিশ আটক

সিরাজগঞ্জের শাহজাদপুর সমাজসেবা কার্যালয়ের ভগ্নদশা

মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়: মাহফুজ আলম

নওগাঁর মান্দায় নিষিদ্ধ জালে নিধন হচ্ছে দেশীয় প্রজাতির পোনামাছ

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৮৭

টি-টোয়েন্টি দলে ফিরলেন নাঈম-সাইফউদ্দিন