ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

তেজগাঁওয়ে ১ কোটি ৬৪ লাখ টাকার বিদেশি মুদ্রা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১৩

তেজগাঁওয়ে ১ কোটি ৬৪ লাখ টাকার বিদেশি মুদ্রা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১৩

রাজধানীর তেজগাঁওয়ে ১ কোটি ৬৪ লাখ টাকার বিদেশি মুদ্রা ডাকাতির ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ লাখ ৬৯ হাজার ২৪০ সৌদি রিয়াল, যার মূল্য প্রায় ৮৮ লাখ ৮৪ হাজার টাকা।

শুক্রবার (৪ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত মঙ্গলবার (১ জুলাই) তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কেন্দ্রীয় ঔষধাগারের সামনে ট্রাভেলস কোম্পানির গাড়ির গতিরোধ করে অস্ত্রের মুখে ১ কোটি ৬৪ লাখ টাকার বিদেশি মুদ্রা লুট করে তারা।

জানা যায়, গত ১ জুলাই বিকালে এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে একটি কোম্পানির গাড়ির গতিরোধ করে ১০-১২ জনের একটি ডাকাত দল। এসময় তারা গাড়িতে থাকা ব্যক্তিদের অস্ত্রের মুখে জিম্মি করে ১ কোটি ৬৪ লাখ টাকার বিদেশি মুদ্রা ডাকাতি করে নিয়ে যায়।

বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে- প্রায় ৪ লাখ ৯১ হাজার ৫০০ সৌদি রিয়াল, ৪০০ ওমানি রিয়াল, ৩০ কুয়েতি দিনার ও ১২ হাজার ৩৫০ দিরহাম লুট করে নেয়। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা।

আরও পড়ুন

পুলিশ জানায়, ঘটনার পর তদন্তে নেমে প্রতিষ্ঠানটির কর্মচারী মো. তুহিনকে (২৮) আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে এ ঘটনায় জড়িত অন্যান্যদের ও ডাকাতি হওয়া বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

কর্মচারী তুহিন ও তার অন্য সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ডাকাতির এ ছক আঁকেন। ঘটনার দিন উবার রাইড শেয়ারে উত্তরা যাওয়ার সময় তুহিন তার লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপে সহযোগীদের পাঠান। নির্ধারিত স্থানে গাড়ি পৌঁছালে তার গতিরোধ করে বিদেশি মুদ্রার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

তুহিনের দেওয়া তথ্য অনুযায়ী আটক তার সহযোগীরা হলেন তালহা নূর (৩৫), শারমিন (২৫), মো. শাহিন শিকদার (৩৭), ইয়াসিন আরাফাত (৩৬), মো. রফিকুল ইসলাম (৩৬), মো. শুভ হাওলাদারসহ (২৫) ১৩ জন। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ লাখ ৬৯ হাজার ২৪০ সৌদি রিয়াল, যার মূল্য প্রায় ৮৮ লাখ ৮৪ হাজার টাকা।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট লুণ্ঠিত অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ আগষ্ট মানুষের মুক্তির জন্য ইস্তেহার ঘোষনা করবে এনসিপি : নাহিদ

বগুড়ার শাজাহানপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: উত্তরা ও উত্তরখানে বিএনপির লিফলেট বিতরণ ও সমাবেশে আফাজ উদ্দিন

আমার মুক্তির প্রথম সোপান হচ্ছে আবু সাঈদ : এটিএম আজহার

পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন - আমিনুল হক 

গাইবান্ধার সাঘাটায় সড়কের উন্নয়ন কাজ ফেলে রেখে ঠিকাদার ৬ বছর ধরে লাপাত্তা