ভিডিও রবিবার, ০৩ আগস্ট ২০২৫

আজ জামায়াতে প্রতিনিধিদলের সঙ্গে সিইসির বৈঠক 

আজ জামায়াতে প্রতিনিধিদলের সঙ্গে সিইসির বৈঠক, ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে।

সোমবার (২ জুন) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিইসির একান্ত সচিব মো. আশ্রাফুল ইসলাম। তিনি জানান, জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলাম ফোনে সিইসির সঙ্গে সাক্ষাতের সময় চান। এ সময় সিইসি চার থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে বৈঠকে অংশ নেওয়ার অনুমতি দেন।

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল এবং প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি শুরু হয় চলতি বছরের ১২ মার্চ। শুনানি শেষ হয় ১৪ মে এবং রায় ঘোষণার জন্য ১ জুন তারিখ নির্ধারণ করা হয়।

আরও পড়ুন

এর আগে, দলটি তাদের নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদন করে। উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট এক রিট মামলার রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে বাতিল করেন। পরে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে ২০২৩ সালের নভেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ আইনজীবী অনুপস্থিত থাকায় ‘ডিসমিস ফর ডিফল্ট’ হিসেবে আপিল খারিজ করে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর অঞ্চলে পাইপলাইন স্থাপন সম্পন্ন অপেক্ষা শুধু গ্যাস সংযোগের

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

শুল্কে ফিরল স্বস্তি

গাইবান্ধার পলাশবাড়ীতে ১৫ বোতল ফেনসিডিল ও লক্ষাধিক টাকাসহ আটক ১

বগুড়ায় ধর্ষণ মামলার আসামি চট্রগ্রাম থেকে গ্রেফতার

সিরাজগঞ্জে ১০৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক