ভিডিও সোমবার, ২১ জুলাই ২০২৫

পশুহাটে অতিরিক্ত হাসিল আদায়

কুড়িগ্রামে ইজারাদার গ্রেফতার ও বোদায় ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামে ইজারাদার গ্রেফতার ও বোদায় ৫০ হাজার টাকা জরিমানা। প্রতীকী ছবি

করতোয়া ডেস্ক : উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে কোরবানির পশুহাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা সদরের পশুর হাটের ইজারাদার আলহাজ ফরিদুল হক শাহিন শিকদারকে আটক করেছে সেনাবাহিনী। এছাড়া একই অভিযোগে পঞ্চগড়ের বোদা পৌরসভার নগর কুমারী গরুর হাটের ইজারাদার শাহানারা বেগমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।

আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন -
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা সদরের পশুর হাটে সরকার নির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে হাট ইজারাদার আলহাজ ফরিদুল হক শাহিন শিকদারকে আটক করেছে সেনাবাহিনী।

গত শনিবার বিকেলের দিকে সেনাবাহিনীর কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের একটি টহল দল হাট পরিদর্শনে গিয়ে অতিরিক্ত হাসিল আদায়ের সত্যতা পায় এবং তাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসে। পরে বিভিন্ন প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে তাকে গ্রেফতার দেখিয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী। পুলিশ গতকাল রোববার ধৃত ইজারাদারকে সকালে যথাযথ প্রক্রিয়া শেষে কুড়িগ্রাম জেলা আদালতে প্রেরণ করেছে।

আরও পড়ুন

বোদা (পঞ্চগড়) : পঞ্চগড়ের বোদা পৌরসভার নগর কুমারী গরুর হাটে গরু ক্রয় বিক্রয়ের জন্য পৌরসভার নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত দুইশ’ টাকা বেশি আদায়ের অভিযোগে ইজারাদারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার বিকেলে বোদা পৌরসভার নগর কুমারী পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গরু বিক্রয়ে অতিরিক্ত টাকা গ্রহণের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্পের কমান্ডার লে. জাহিদ আল মাসুদ, বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিনসহ বোদা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া নন্দীগ্রামে নিজ বাড়ি থেকে আ’লীগ নেতা গ্রেফতার

তিস্তা সেচ ক্যানেলে বাঁধ বিধ্বস্ত হয়ে ৯০ একর আমন ক্ষেত পানির নিচে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক এপিপি এড. মিজান গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের বাড়ছে নদীর পানি অতিবৃষ্টিতে আক্রান্ত ১৩শ বিঘা জমির ফসল

রংপুরে ২১টি যানবাহনের ৪৫ হাজার টাকা জরিমানা

বগুড়া ফুলবাড়ীর শাকিল হত্যা মামলার আসামি রাজু ঢাকায় গ্রেফতার