ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে আবারও সক্রিয় মাদকসেবী ও ব্যবসায়ীরা

দিনাজপুরের ঘোড়াঘাটে আবারও সক্রিয় মাদকসেবী ও ব্যবসায়ীরা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে আবারও সক্রিয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা। ঘোড়াঘাট থানা সংলগ্ন স্থানীয় পুরাতন বাজারের কয়েকটি গলিতে প্রায় নিয়মিত দেখা মিলছে ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিলের খালি বোতল। এতে এলাকার সচেতনমহল এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

সরেজমিনে ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, প্রায়ই আশেপাশের বাঁশ বাগান, বাজারের গলি, ড্রেন ও রাস্তার পাশে ফেলে রাখা একাধিক খালি বোতল দেখা যায়। অথচ স্থানটি থানা থেকে মাত্র কয়েক গজ দূরেই অবস্থিত। তারা আরও জানান, ফেনসিডিল ছাড়াও ইয়াবা, গাঁজাসহ অন্যান্য মাদক সেবন ও বিক্রি বেড়ে গেছে এখানে।

স্থানীয় পুরাতন বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, প্রতিদিনই এসব খালি বোতল চোখে পড়ছে। রাতে মাদকসেবীরা মাদক সেবন করে বাজারের বিভিন্নস্থানে ফেলে রেখে যাচ্ছে এসব বোতল। স্থানীয় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদকের সহজলভ্যতা ও প্রশাসনিক দুর্বলতাই এই অবস্থার জন্য দায়ী। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

আরও পড়ুন

বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। ইতোমধ্যে অভিযান শুরু করা হয়েছে এবং মাদকসেবী ও ব্যবসায়ীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটিকে বিদায় করে দেওয়া হবে:অতিরিক্ত এসপি

মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতে পারতো না : নাহিদ ইসলাম

ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের

ব্রাজিলের হাইপ্রোফাইল কোচ এখন বসুন্ধরা কিংসে

সংবাদ সম্মেলন করে ছাত্রদলের হা/ম/লা/র প্রতিবাদ জানালেন গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা | Daily Karatoa

আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম | Daily Karatoa