ভিডিও শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

২৫ ক্যাডার কর্মকর্তাদের সমাবেশ ৩ জানুয়ারি

২৫ ক্যাডার কর্মকর্তাদের সমাবেশ ৩ জানুয়ারি

প্রশাসন ছাড়া ২৫ ক্যাডার কর্মকর্তাদের সমাবেশ আগামী ৪ জানুয়ারি নয়, একদিন এগিয়ে ৩ জানুয়ারি হবে। ২৫ ক্যাডার কর্মকর্তাদের ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’র সমন্বয়ক মোহাম্মদ মফিজুর রহমান এ তথ্য জানান। এর আগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৪ জানুয়ারি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মফিজুর রহমান বলেন, ‘আগামী ৪ জানুয়ারি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আমাদের অনুষ্ঠানের সুযোগ নিয়ে যদি তাদের লোকজন আমাদের মধ্যে ঢুকে পড়ে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘অনুষ্ঠানের ভেন্যু ঠিক করা হয়েছে ফার্মগেটের খামারবাড়ির কেআইবি (কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ) হল। ওই দিন সকালে সমাবেশ হবে।’ সমাবেশ থেকে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন পরিষদের সমন্বয়ক।

আরও পড়ুন

কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপসচিব পুলের কোটা বাতিল, সব ক্যাডারের সমতা বিধান এবং জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদে আন্দোলন করছেন সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।

গত ২৪ ডিসেম্বর সারাদেশে এক ঘণ্টার কলম বিরতি কর্মসূচি পালন করেন ২৫ ক্যাডার কর্মকর্তারা। ২৬ ডিসেম্বর আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বানে সারাদেশে পরিষদের অন্তর্ভুক্ত ২৫ ক্যাডারের সব দপ্তরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আগামী ৪ জানুয়ারি সমাবেশ হওয়ার কথা ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

মানুষের ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দিতে চাই - সাবেক এমপি মোশারফ হোসেন

বগুড়ার সোনাতলায় বৃষ্টিতে ১শ’ হেক্টর জমির আউশ ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে

জয়পুরহাটের বাগজানা সীমান্ত দিয়ে বিজিবির সহায়তায় ভারতে ফিরে গেল খাদিজা

বগুড়ার দুপচাঁচিয়ায় ৪৫ টি মন্ডপে মৃৎ শিল্পীরা দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত

কোরআনের আইন চালু করতে সোনাতলা সারিয়াকান্দির মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে : অধ্যক্ষ শাহাবুদ্দীন