ভিডিও বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

অল্প সময়ে রাজধানীর অধিকাংশ স্থান কোরবানির বর্জ্যমুক্ত

সংগৃহিত,অল্প সময়ে রাজধানীর অধিকাংশ স্থান কোরবানির বর্জ্যমুক্ত

মফস্বল ডেস্ক : ঈদুল আজহার পরদিনই নগরবাসীকে স্বস্তি দিতে রাজধানী ঢাকাকে দ্রুত পরিষ্কার করার উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য দুই সিটি করপোরেশন সমন্বিত কাজ করেছে। ফলে অল্প সময়ের মধ্যেই শহরের অধিকাংশ এলাকা কোরবানির বর্জ্যমুক্ত হয়েছে।

তবে এখনো কিছু কিছু জায়গায় কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া আজ রোববারও কেউ কেউ কোরবানি দিচ্ছেন। ফলে এসব কোরবানির পশু থেকেও বর্জ্য উৎপন্ন হচ্ছে। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় আগের দিনের বর্জ্য পড়ে থাকতে দেখা গেলেও সকাল থেকেই পরিছন্নতাকর্মীদের বর্জ্য অপসারণের কাজ করতে দেখা যায়।

রোববার (৮ জুন) রাজধানীর আরামবাগ, মতিঝিল, কাকরাইল, শান্তিনগর, বাড্ডা, খিলগাঁও, ধানমন্ডি, মগবাজার, রামপুরা, মালিবাগ, গুলশান, মহাখালী ও তেজগাঁও ঘুরে দেখা গেছে এসব এলাকার রাস্তা পরিষ্কার করা হয়েছে। 

আরও পড়ুন

পরিষ্কার-পরিচ্ছন্ন দেখা যায় বনশ্রীর বেশিরভাগ অঞ্চল। তবে দুই-এক জায়গায় কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখ গেছে। বনশ্রীর বাসিন্দা মো. দেলোয়ার বলেন, আমাদের এলকার কোরবানির পশুর বর্জ্য গতকালই নিয়ে গেছে। এবার বর্জ্য পরিষ্কার করার কাজ বেশ গোছালো ছিল। অধিকাংশ মানুষ বস্তায় বর্জ্য ভরে রাখেন। বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে ছিল খুব কম। এ কারণে পরিছন্নতাকর্মীদের পরিষ্কার করতে সুবিধা হয়েছে।


বনশ্রীর এক বাসার সামনে কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। ওই বসার দারওয়ান মো. ইদ্রিস আলী বলেন, আমাদের এখানে কোরবানির মাংস বানাতে একটু দেরি হয়ে যায়। তাই কিছু বর্জ্য রয়ে গেছে। তবে এলকার বেশিরভাগ বাসার সামনে বর্জ্য নেই। আর সকাল থেকেই পরিছন্নতাকর্মীরা কাজ করছেন। আশা করছি শিগগির আমাদরে এখানেও পরিষ্কার হয়ে যাবে। তাছাড়া দুর্গন্ধ যাতে না ছড়ায়, সে জন্য রাতেই ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের সাথে বড় হার বাংলাদেশের

জয়পুরহাটের ক্ষেতলালে বিয়ে করতে এসে ঘটকসহ সেনা বাহিনীর ভুয়া সদস্য আটক

সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবিতে বগুড়ায় মানববন্ধন

বগুড়ার সান্তাহার সাইলোর সাড়ে তিন কিলোমিটার সড়কে শত শত গর্ত, জনদুর্ভোগ

বগুড়ায় ছুরিকাঘাতে সাত মাসে ১১ খুন উদ্বিগ্ন পুলিশের রাস্তায় লিফলেট বিতরন

বিমার অর্থ পেতে নিজের পা কেটে ফেললেন ব্রিটিশ সার্জন!