ভিডিও রবিবার, ১০ আগস্ট ২০২৫

সমুদ্রসৈকতে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু, দুই দিনে ৬ লাশ

সমুদ্রসৈকতে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু, দুই দিনে ৬ লাশ

নিউজ ডেস্ক:  কক্সবাজারের কলাতলী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার দুপুর ২টার দিকে এমন হ্রদয়বিদারক ঘটনাটি ঘটেছে।

গতকাল রবিবার এবং আজ সোমবার দুপুর পর্যন্ত কক্সবাজার সৈকত থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। সাগর উত্তাল থাকায় চোরাবালি ও গুপ্তখালে পড়ে নিখোঁজ হয়ে যাচ্ছেন পর্যটকরা।

আজ সোমবার (৯ জুন) দুপুরে কলাতলী সৈকতে নিহত বাবা শাহিনুর রহমান (৬০) ও ছেলে সিফাত রহমান (২০)। তারা রাজশাহী সদরের বাসিন্দা।


 
ব্যবসায়ী শাহিনুর রহমান তার স্ত্রী ইয়াসমিন রহমান এবং দুই ছেলেকে সঙ্গে নিয়ে আজ সকালে রাজশাহী থেকে কক্সবাজারে আসেন। তারা কলাতলী সৈকতের আবাসিক হোটেল সি ক্রাউনে উঠেন। হোটেল থেকে নেমে সাগরে গোসল করতে গিয়েই বাবা-ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তাদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন


লাশের ময়নাতদন্তের পর ইয়াসমিন তার স্বামী এবং ছেলের লাশ নিয়ে বাড়ি ফিরবেন।  

গতকাল রবিবারও দুজন মারা গেছেন সৈকতে। তাদের মরদেহ গত রাতে এবং আজ সকালে উদ্ধার করা হয়েছে। ওদিকে সৈকতের পৃথক স্থান থেকে আজ সকালে দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। 

জেলা প্রশাসনের নিয়োজিত বিচ কর্মী বেলাল জানান, আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাগরে গোসল করতে গিয়ে ভেসে যাওয়ার সময় উদ্ধারকর্মীরা পাঁচজনকে উদ্ধার করেছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির শিয়ালশন-জিনইর কোমরপুর সড়কের বেহাল দশা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

বগুড়ার ধুনট-গোসাইবাড়ি ভাঙাচোরা সড়ক যেন মরণফাঁদ, চরম জনদূর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার ধুম, চাহিদা ও বিক্রি বেড়েছে ডারকি, খোলশানির

সিরাজগঞ্জের কাজিপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপি

বগুড়ার ধুনটে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ ৭ জন আহত গ্রেফতার ২