ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

বগুড়ায় দাদন ব্যবসায়ীর হাতে কিশোর ছুরিকাহত

বগুড়ায় দাদন ব্যবসায়ীর হাতে কিশোর ছুরিকাহত

স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুরে দাদন ব্যবসায়ীর হাতে শান্ত (১৬) নামে এক কিশোর ছুরিকাহত হয়েছে। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বেজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শান্ত বেজোড়া এলাকার স্থানীয় দই ব্যবসায়ী বাবলু চন্দ্র’র ছেলে।‎

স্থানীয় সূত্র জানায়, গত ফেব্রুয়ারি মাসে ব্যবসার প্রয়োজনে বাবলু চন্দ্র, নায়েব আলীর কাছ থেকে ২০ হাজার টাকা ঋণ নেন। এই টাকা নেয়ার পর প্রতিমাসে ২ হাজার টাকা সুদ দেওয়ার শর্ত থাকলেও পরবর্তীতে নায়েব মাসিক ৪ হাজার টাকা করে সুদ দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এদিকে ওই ঋণের টাকা ফেরত দিতে চাইলে বাবলুর কাছে সুদসহ মোট ১ লাখ টাকা দাবি করে নায়েব। এতে রাজি না হওয়ায় বাবলুকে বিভিন্ন প্রকার হুমকি দেয় নায়েব।

এরপর আজ রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে বাবলু চন্দ্র’র বাড়িতে যায় নায়েব আলীসহ ৪ থেকে ৫ জন যুবক। তারা বাবলুর বাড়িতে গিয়ে ডাকাডাকি শুরু করে। এসময় বাবলু বাড়িতে না থাকায় তার ছেলে শান্ত বাড়ি থেকে বে’র হয়ে এলে সন্ত্রাসীরা তাকে মারপিট ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুন

পরে শান্তকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।শাজাহানপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে দোষীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-১৩ এবং র‌্যাব-১’র যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

৫ আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র: তথ্য উপদেষ্টা

পাবনার সুজানগরে ইতিহাস খ্যাত এক জমিদার আজিম চৌধুরী

সিরাজগঞ্জের চৌহালীতে ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে : নৌ পরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত

একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয় : ইকবাল হাসান মাহমুদ টুকু