ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

পাবনার ভাঙ্গুড়ায় দুর্বৃত্তদের আগুনে নিঃস্ব সাত পরিবার

পাবনার ভাঙ্গুড়ায় দুর্বৃত্তদের আগুনে নিঃস্ব সাত পরিবার। ছবি সংগৃহীত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের বৃদ্ধমরিচ গ্রামের কাজিপাড়ার শাহাদত হোসেনের বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে ৭টি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্রসহ সকল প্রয়োজনীয় জিনিস পত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে মানবেতর জীবন যাপন করছে।  এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা নিতে অস্বীকৃতি জানায় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

জানা গেছে, গত ৯ জুন দিবাগত রাতে খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর সিকেবি রোস্তমিয়া আলিম মাদ্রাসার নৈশপ্রহরী ও মসজিদের মুয়াজ্জিন আব্দুল গণিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরদিন (১০ জুন) সকালে এই ঘটনায় ভুক্তভোগী শাহাদতকে হত্যাকারী সন্দেহে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী।

পরে গ্রামের কিছু উশৃঙ্খল লোক দলবদ্ধ হয়ে শাহাদতের বাড়ির সদস্যদের মারধর করে ঘর থেকে বের করে দেয়। এরপর শাহাদতসহ তার ছয় ভাই ও বোনের ঘরে একযোগে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করে। তারা খোলা আকাশের নিচে খাবার ও নিরাপত্তাহীন অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য মো. রবিউল ইসলাম জানান, আমরা মোট সাত ভাইবোন। আমাদের ঘরের নগদ টাকা-পয়সা, স্বর্ণ, আসবাবপত্র, গরু-ছাগল, হাঁস-মুরগিসহ প্রায় কোটি টাকার সম্পদ দুর্বৃত্তরা দলবদ্ধ হয়ে লুটপাট করে নিয়ে গেছে। এরপর আগুনে সব জ্বালিয়ে দিয়েছে।

আরও পড়ুন

এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ অভিযোগ না নিয়ে দুইদিন ঘোরায়। পরে বলে, আদালতে যান। আমরা এখন রাস্তায় পড়ে আছি, খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। সরকারের কাছে অনুরোধ, যেন সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচার হয়।

তবে ভুক্তভোগীদের আনীত অভিযোগ অস্বীকার করে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় মূল দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তবে আগুন দেওয়ার ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি উন্মোচন ও ফটোসেশন

নেপালকে ৩ গোলে হারাল বাংলাদেশ

বগুড়ায় স্কুলশিক্ষক বাকী হত্যা মামলায় ডাবলু, হিরো ও আমিনুল তিন দিনের রিমান্ডে

প্রতি আসনে বিএনপির ৫ সম্ভাব্য প্রার্থী

গাইবান্ধার বিএনপি নেতা নাহিদুজ্জামানকে বহিষ্কার