ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

বগুড়ায় স্কুলশিক্ষক বাকী হত্যা মামলায় ডাবলু, হিরো ও আমিনুল তিন দিনের রিমান্ডে

বগুড়ায় স্কুলশিক্ষক বাকী হত্যা মামলায় ডাবলু, হিরো ও আমিনুল তিন দিনের রিমান্ডে। ছবি : দৈনিক করতোয়া

কোর্ট রিপোর্টার : বগুড়ায় স্কুলশিক্ষক আব্দুল বাকী হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু (৪৫), জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফি হিরো (৩৫) এবং বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, যুবলীগ নেতা ও বগুড়া বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এই মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই নজরুল ইসলাম ওই আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আজ রোববার (২৪ আগস্ট) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, বগুড়ার শেরপুরের খামারকান্দির ইয়াকুব আলীর ছেলে স্কুলশিক্ষক আব্দুল বাকী (২৮) ফুল কেনার জন্য বগুড়া শহরে আসেন। গত বছরের ২১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আসামিরা শহরের সাতমাথায় (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগ অফিসের কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

আরও পড়ুন

আহত স্কুলশিক্ষক আব্দুল বাকীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহত আব্দুল বাকীর বাবা বাদি হয়ে বগুড়া সদর থানায় ওই মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়েছে জনসংখ্যা, প্রভাব পড়ছে কৃষি জমির ওপর

ঠাকুরগাঁওয়ে সাত মাসে ২২০ জনের অস্বাভাবিক মৃত্যু

বগুড়ার শেরপুরে আবারো কৃষকের গরু চুরি

দরিদ্র শিক্ষার্থীদের সরকারি বরাদ্দের অর্থ প্রধান শিক্ষকের পকেটে

ভোটাররা চাঁদাবাজি টেন্ডারবাজি ও সন্ত্রাসীদের পছন্দ করে না- গোলাম রব্বানী

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক