ভিডিও মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

ঈদ উপহার হিসেবে ভিজিএফের আতপ চাল পেয়ে খুশি নওগাঁর অতিদরিদ্র মানুষ

ঈদ উপহার হিসেবে ভিজিএফের আতপ চাল পেয়ে খুশি নওগাঁর অতিদরিদ্র মানুষ। ছবি : দৈনিক করতোয়া

নওগাঁ প্রতিনিধি : আসন্ন ঈদে যেন দেশের অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ মানুষরা কিছুুটা স্বস্তিতে আনন্দ উপভোগ করতে পারে সেই জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে আতপ চাল (আলো চাল) ঈদ উপহার হিসেবে প্রদান করা হচ্ছে। আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিনামূল্যে খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে এই কর্মসূচিটি বাস্তবায়ন করছে।

তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার থেকে সারা দেশের মতো নওগাঁতেও অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ ব্যক্তি/পরিবারকে খাদ্যসহায়তা হিসেবে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল ঈদ উপহার হিসেবে বিতরণ কার্যক্রম চলমান রেখেছে জেলা প্রশাসন। সরকারের পক্ষ থেকে ঈদ উপহারের এই চাল নিতে প্রতিটি ইউনিয়ন পরিষদ ও অন্যান্য পয়েন্টে সুবিধাভোগীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার দৃশ্য ছিলো চোখে পড়ার মতো।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার আত্রাই উপজেলায় ১৫ হাজার ৩০৫টি, বদলগাছী উপজেলায় ১৭ হাজার ২৬৬টি, ধামইরহাট উপজেলায় ১১ হাজার ৪৬৭ টি, মান্দা উপজেলায় ৩১ হাজার ২৯৫টি, মহাদেবুপর উপজেলায় ২৮ হাজার ৫৮৬টি, নওগাঁ সদর উপজেলায় ২০ হাজার ৩৫টি, নিয়ামতপুর উপজেলায় ৩৯ হাজার ৮৫২টি, পত্নীতলা উপজেলায় ১৮ হাজার ৪৫৩টি, পোরশা উপজেলায় ২১ হাজার ৫৯৬টি, রাণীনগর উপজেলায় ১৪ হাজার ৮৫৬টি ও সাপাহার উপজেলায় ২৫ হাজার ৮৫৩টি এবং নওগাঁ পৌরসভায় ৪ হাজার ৬২১টি, নজিপুর পৌরসভায় ৪ হাজার ৬২১টি ও ধামইরহাট পৌরসভায় ৩ হাজার ৮১টি অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ ব্যক্তি/পরিবারকে এই ঈদ উপহার ধাপে ধাপে দেওয়া হবে।

আরও পড়ুন

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান ঈদের আনন্দ দেশের প্রতিটি অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ মানুষের কাছে পৌছে দিতেই সরকারের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হচ্ছে। এই উপহার পাওয়ায় জেলার অতিদরিদ্র মানুষদের মাঝে কিছুটা হলেও স্বস্তি মিলছে। অতি দরিদ্ররা অন্তত ঈদ উপহারের এই চাল থেকে পাওয়া আটা দিয়ে ভিন্ন রকমের কিছু খাবার পণ্য তৈরি করে পরিবারের সকলকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারবে।

চাল বিতরণের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নের কার্যক্রম দেখভাল করার জন্য একজন করে কর্মকর্তাকে ট্যাগ কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হয়েছে। এতে করে জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভার ভিজিএফ-এর চাল বিতরণের কার্যক্রম সঠিক ভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

ভালো খেলেও ভারতের বিপক্ষে ড্র হামজার বাংলাদেশের

পাথরঘাটায় ৩৪ কেজির ভোল মাছ সাড়ে তিন লাখে বিক্রি 

সেনাপ্রধানের সঙ্গে ইউএস আর্মি প্যাসিফিক ডেপুটি কমান্ডারের সাক্ষাৎ

করতোয়া পরিবারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বাধীনতা দিবসে শেখ মুজিবের জন্য দোয়া চেয়ে চিঠি; উপসচিব ওএসডি