ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

বগুড়ার সোনাতলায় মরা গরু জবাই দুই মাংস ব্যবসায়ী আটক

বগুড়ার সোনাতলায় মরা গরু জবাই দুই মাংস ব্যবসায়ী আটক

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পল্লীতে মরা গরু জবাই করায় পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়া ইউনিয়নের কলাগাছি পাড়া এলাকায় গাবতলী উপজেলার উজগ্রাম এলাকার বাবলু মিয়ার ছেলে মাংস ব্যবসায়ী পিন্টু মিয়া (৫৬) ও তার সহযোগী কলাগাছি গ্রামের মতিয়ার রহমানের ছেলে সিহাব মিয়া (২৮) একটি পরিত্যক্ত ঘরের মধ্যে রাতের অন্ধকারে একটি গরু জবাই করেন।

এসময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে থানা পুলিশে সংবাদ দেন। পুলিশ সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে মরা গরুর মাংসসহ দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। পরে উদ্ধারকৃত মাংসগুলো উপজেলা প্রাণিসম্পদ অফিসে শনাক্তের জন্য পাঠানো হয়। এ বিষয়ে স্থানীয়রা জানান, বেশি লাভের আশায় মাংস ব্যবসায়ী পিন্টু রাতের অন্ধকারে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে মরা গরু জবাই করেন। এর আগেও তিনি এ ধরণের কাজ করেছেন।

আরও পড়ুন

এ বিষয়ে উপজেলা ভ্যাটেনিনারি সার্জন ডা. মোস্তফা কামাল বলেন, রাতেই তার কার্যালয়ে উদ্ধারকৃত মাংস জমা দেওয়া হয়েছে। মাংসগুলো পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবে পাঠানো হবে। এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী বলেন, আটককৃত দুইজনকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে ভ্রাম্যমাণ আদালতের জন্য পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ, আচরণবিধি মানা নিয়ে প্রশ্ন

২৩০ বিচারক বদলি

হাইকোর্টের অতিরিক্ত বিচারক হলেন সারজিস আলমের শ্বশুর

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

ডাকসু নির্বাচনে পোস্টার-ব্যানার নিয়ে কঠোর নির্দেশনা

কুড়িগ্রামের উলিপুর পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার