ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

নওগাঁর মহাদেবপুরে স্বামী পরিত্যক্তা মহিলার লাশ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে স্বামী পরিত্যক্তা মহিলার লাশ উদ্ধার। প্রতীকী ছবি

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মাহদেবপুরে গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরের খড়হাটি এলাকা থেকে খাতিজা বেগম (২৫) নামে এক স্বামী পরিত্যক্তা মহিলার লাশ উদ্ধার করেছে মহাদেবপুর থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের খড়হাটি (বকের মোড়) খড়ের পালার পাশে এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা হিসেবে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরে জানা যায়, নিহত খাতিজা বেগম উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব নিচপাড়া গ্রামের খোকনের মেয়ে। স্বামী সাথে বনিবনা না হওয়ায় স্বামী পরিত্যাক্তা হয়ে মহাদেবপুর উপজেলা শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

আরও পড়ুন

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) জয়ব্রত পাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক জাহিদ

রাজশাহীতে দুই সহযোগীসহ গ্রেফতার অনিন্দ্য ৫ দিনের রিমান্ডে

ভোরের দর্পণ পত্রিকার বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার ইলিয়াসের মায়ের ইন্তেকাল

সালাহ্উদ্দিন লাভলুর নুতন ধারাবাহিক ‘ফুলগাঁও’তে তারা

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তিন থানায় নতুন ওসি

র‌্যাব-১৩’র অভিযানে পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ ২ জন গ্রেফতার