ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

কিট সংকট; খুমেক হাসপাতালে বন্ধ করোনা পরীক্ষা 

কিট সংকট; খুমেক হাসপাতালে বন্ধ করোনা পরীক্ষা 

নিউজ ডেস্ক:  র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিট শেষ হওয়ায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে বন্ধ রয়েছে করোনাভাইরাসের পরীক্ষা। গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১টার পর থেকেই বন্ধ রয়েছে পরীক্ষা। 

অপরদিকে, খুলনার আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার কিট সরবরাহ নেই। শুধুমাত্র দাকোপ উপজেলায় কিট রয়েছে। এখন পর্যন্ত ৯টি উপজেলার কোনো স্বাস্থ্য কমপ্লেক্সেই করোনা পরীক্ষা শুরু হয়নি। এ তথ্য জানান জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. হিমেল ঘোষ।   

খুমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, করোনা পরীক্ষার কিট শেষ হওয়ায় বৃহস্পতিবার দুপুর ১টার পর থেকে করোনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে। খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব বিকল থাকায় সেখানে পরীক্ষা করা যাচ্ছে না। 

আরও পড়ুন

তিনি জানান, জরুরিভাবে কিট চেয়ে কয়েক দফা স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। কিট পাওয়া মাত্র পুনরায় করোনার পরীক্ষা শুরু হবে। আপাতত উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে মো. হারুন নামে এক রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো। তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নেবেন। হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন সুমাইয়া আক্তার সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে করুনা বেগম নামে একজন ভর্তি আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্লুমবার্গের ইএসজি রেটিংয়ে দেশসেরা প্রতিষ্ঠান ও বাংলাদেশ ব্যাংকের রেটিংয়ে শীর্ষ টেকসই ব্যাংকের স্বীকৃতি অর্জন ব্র্যাক ব্যাংকের

বগুড়ায় গোয়াল ঘরের তালা ভেঙে ছয়টি গরু চুরি

বাংলাদেশের পিপিপি মডেলের সাফল্য: ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধন

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩

একই দিনে জাতিসংঘে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

রোকেয়া হলে ছিলাম, তবে প্রচারণার জন্য যাইনি: উমামা