ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায় সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

রংপুরের গঙ্গাচড়ায় সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার, ছবি: দৈনিক করতোয়া ।

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া নীরব রায় উৎসের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় দ্বিতীয় তিস্তা সেতুর পূর্ব দিকে প্রায় ৮ কিলোমিটার দূরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কালমাটি গোবর্ধন এলাকা থেকে ভেসে ওঠা লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৩ আগস্ট) বিকেলে ৭ বন্ধু ঘুরতে আসেন দ্বিতীয় তিস্তা সেতু। পরে বিকেল সাড়ে ৫টার দিকে নীরব রায় উৎস ও তার ২ বন্ধু দ্বিতীয় তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। এরপর ২ বন্ধু উঠে আসলেও থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল অভিযান চালায়। সোমবার সকালে স্থানীয়দের খবর পেয়ে তার লাশ উদ্ধার করে মহিপুরে আনা হয়। পরে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

নিহত নীরব রায় উৎস নীলফামারীর জলঢাকা উপজেলার সদর এলাকার তপন রায়ের ছেলে। তিনি রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন

গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (স্টেশন মাস্টার) আব্দুল মান্নান বলেন, নিখোঁজের খবর পাওয়ার পর থেিেক আমাদের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছিলো। সোমবার সকালে দ্বিতীয় তিস্তা সেতুর পূর্ব দিকে প্রায় ৮ কিলোমিটার দূরে লাশ ভেসে ওঠে। পরে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে এক ম্যাচ খেলতে কত টাকা পাবে আর্জেন্টিনা?

এবার দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে ‘ইত্যাদি’

হেরেও মদ্রিচের ভিন্নরকম রেকর্ড

তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে

‌জামায়াত কালো শক্তি ৫ আগস্ট ঘটিয়েছে— এমন কথা বলিনি: ফজলুর রহমান

ছাত্রদল ডাকসু নির্বাচনের পক্ষে ছিল না: বিন ইয়ামিন মোল্লা