বগুড়ায় যুবলীগ নেতা তালেব মেম্বার গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারনামীয় আসামি আবু তালেবকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন পরিষদের মেম্বার ও (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শাজাহানপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি আবু তালেব। তিনি উপজেলার খরনা ইউনিয়নের গয়নাকুড়ি গ্রামের ইউনুস আলীর ছেলে। গোপন সংবাদেরভিত্তিতে রোববার দিবাগত (২৫ আগস্ট) রাত আড়াইটা দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন