ভিডিও রবিবার, ১৭ আগস্ট ২০২৫

ভারতে চিকিৎসা নিতে যাওয়ার সময় রংপুরের তারাগঞ্জে আ’ লীগ নেতা লিটন গ্রেফতার

ভারতে চিকিৎসা নিতে যাওয়ার সময় রংপুরের তারাগঞ্জে আ’ লীগ নেতা লিটন গ্রেফতার

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) নেতা ও তিনবারের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান লিটনকে (৫৪) গ্রেফতার করেছে যশোর ইমিগ্রেশন পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় আনিছুর রহমান লিটনকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, রোববার সন্ধ্যায় আনিছুর রহমান লিটন ও তার বড় ভাই আনারুল ইসলামসহ তাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য মাইক্রোবাসযোগে যশোরের বেনাপোলে যান। সেখানে ইমিগ্রশনে পাসপোর্ট জমা দিলে তার পাসপোর্টটি স্টপ লিস্টে থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তারা খোঁজ খবর নিয়ে নিশ্চিত হন রংপুর সদরের কোতোয়ালি থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা থাকায় আনিছুর রহমান লিটনকে বেনাপোল ইেিগ্রশন পুলিশ কতৃক গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

আরও পড়ুন

বেনাপোাল থানার ওসি রাসেল মিয়া জানান, গ্রেফতার আনিছুর রহমান লিটন রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) নেতা আনিছুর রহমান ইকরচালি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মৃত আব্দুর সাত্তারের ছেলে। রংপুর কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা থাকায় কোতোয়ালি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হঠাৎ অসুস্থ, জরুরি ঢাকায় প্রেরণ

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

দৈনিক উত্তর কোণ‘র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কর্তন

বাংলাদেশ ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দিনাজপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি

সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো: ছাত্রশিবির সভাপতি