ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

রিভিউ নিয়ে ওপেনিং জুটি ভাঙলেন তাইজুল

রিভিউ নিয়ে ওপেনিং জুটি ভাঙলেন তাইজুল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : প্রথম সেশনে বাংলাদেশ কোনো উইকেটের দেখা পায়নি। একবার অবশ্য খুব কাছাকাছি গিয়েছিল। তাইজুল ইসলামের রিভিউটা সফল হতে হতেও হয়নি আম্পায়ার্স কলে। তবে মধ্যাহ্ন বিরতির পর রিভিউ নিয়ে সফল হলেন তিনি। ৮৮ রানে ভাঙল লঙ্কানদের ওপেনিং জুটি। বাংলাদেশ পেয়ে গেল প্রথম উইকেটের দেখা।

ইনিংসের ২৪তম ওভারে তাইজুল এসেছিলেন আক্রমণে। তৃতীয় বলটায় ডিফেন্ড করতে চেয়েছিলেন ওপেনার লাহিরু উদারা। তবে হয়নি, তার ব্যাটে আসার আগে বলটা লেগে যায় তার প্যাডে। তাইজুল তাই তোলেন জোরালো এক আবেদন। সে আবেদনে অবশ্য সাড়া দেননি অভিষেক টেস্টে আম্পায়ারিংয়ে দাঁড়ানো প্রাগিথ রাম্বুকভেলা। তাইজুল তাই আবেদনের বিরুদ্ধে রিভিউ করার সিদ্ধান্ত নেন। রিভিউতে দেখা যায় বলটা উদারার ব্যাটে লাগার আগে লেগেছে প্যাডে। এরপর পিচিং, ইমপ্যাক্ট আর হিটিং, তিনটাতেই লাল বাতি জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে বাংলাদেশের ব্রেক থ্রুর বিষয়টা নিশ্চিত হয়ে যায়। লঙ্কানদের ওপেনিং জুটি ভাঙে ৮৮ রানে।

আরও পড়ুন

উদারা অবশ্য এর আগেই ফিরতে পারতেন। অষ্টম ওভারে প্রায় একইভাবে এলবিডব্লিউর আবেদন তুলেছিলেন তাইজুল। সেবারও আম্পায়ার প্রাগিথ রাম্বুকভেলা আউট দেননি। তবে রিভিউতে দেখা যায় বলটা স্টাম্পের মাথা ছুঁয়ে যেত, যা আম্পায়ার্স কলের আওতায় পড়ে। ২১ রানে আউট হতে হতেও তাই বেঁচে যান লাহিরু উদারা। দলীয় ৪৪ রানে তাই রক্ষা পেয়ে যায় লঙ্কানদের ওপেনিং জুটি। যা এবার ভাঙল ৮৮ রানে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস