ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

বগুড়ার বাজারে সবজি ও চালের দাম চড়া

বগুড়ার বাজারে কাঁচা সবজি ও চালের দাম চড়া

স্টাফ রিপোর্টার : বগুড়ার বাজারে বেড়েছে বেশিরভাগ কাঁচাসবজি ও চালের দাম। এছাড়াও মাছের বাজার এবং পাকিস্তানি মুরগির দামেও চড়া ভাব লক্ষ্য করা গেছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) বগুড়ার ফতেহ আলী বাজারসহ শহরের বেশকিছু বাজার ঘুরে দেখা যায়, বেগুন, করলা, ঝিংগা ও কাকরোল ৪০/৫০ টাকা কেজি থেকে দাম বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়াও বরবটি ৮০, আলু মানভেদে ২০/২২, পটল, ঢেড়স ৩০, কাঁচামরিচ ৪০/৫০, পেঁয়াজ ৫০/৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আদার কেজি ১২০ আর রসুন বিক্রি হচ্ছে মানভেদে ১৬০ থেকে ২০০ টাকা কেজি।

ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক দিনের ব্যবধানে বগুড়ার স্থানীয় হাট-বাজারগুলোতে হঠাৎ-ই সবজির সরবরাহ কমে গেছে। ফলে চাহিদার তুলনায় যোগান কমায় বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০-১৫ টাকা পর্যন্ত বেড়েছে। কারণ হিসেবে তারা বলছেন, গত কয়েক দিনের বৃষ্টিতে জমিতে সবজি নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে বাজারও আস্তে আস্তে কমতে শুরু করবে।

এদিকে গত প্রায় এক সপ্তাহ হলো বগুড়ার বাজারে বেড়েছে বেশিরভাগ চালের দাম। তবে মোটা চালের তুলনায় সরু চালের দাম বেশি বেড়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) বগুড়ার ফতেহ আলী বাজারে কাটারিভোগ চাল মানভেদে ৭২ থেকে ৭৫ টাকায় বেচাকেনা হতে দেখা যায়, যা আগে ৭০ থেকে ৭২ টাকায় বিক্রি হয়। এছাড়াও নাজিরশাইল চাল ৭৫ টাকা কেজি, বিআর-২৮ চাল ৫৮/৬০ টাকা থেকে বেড়ে ৬৩/৬৪, বিআর-৪৯ চাল ৬২ থেকে বেড়ে ৬৪, রঞ্জিত চাল ৫৭ থেকে বেড়ে ৬০ টাকায় বেচাকেনা হচ্ছে।

আরও পড়ুন

চালের খুচরা ব্যবসায়ীরা বলছেন, ধানের বাড়তি দামের অজুহাতে মোকামেই চালের দাম বেশি, ফলে এর প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। বগুড়ার বাজারগুলোতে প্রতি পাঁচ লিটার বোতলজাত তেল ৯২০, তিন লিটার ৫৬৫, চিনি ১১০, আটা প্রতি প্যাকেট ৫০, ময়দা ৬৫, লবন ৪০ টাকা এবং মসুরের ডাল ১১০/১৪০, মুগ ডাল ১৪০/১৮০ ও খেসারি ডাল ১১০ টাকা কেজিতে বেচাকেনা হতে দেখা যায়।

এদিকে বগুড়ার বাজারে মাছের দামেও তেজিভাব লক্ষ্য করা গেছে, আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুই থেকে আড়াই কেজি ওজনের সিলভার কার্প মাছ ২০০ থেকে ২২০ টাকা কেজি, দেড় কেজি ওজনের রুই মাছ ৩০০ টাকা এবং আড়াই থেকে তিন কেজি ওজনের কাতল মাছ ৩৩০/৩৪০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়।

এছাড়াও দেড় কেজি ওজনের ইলিশ মাছ ২২শ’ টাকা এবং ছোট আকারের ইলিশ ৬৫০ টাকা কেজিতে চেকাকেনা হয়। গত কয়েক দিনের ব্যবধানে বগুড়ার বাজারে বেড়েছে ককরেল মুরগির দাম। এই জাতের মুরগির কেজি ২৮০ টাকা, ব্রয়লার ১৫০ এবং দেশি মুরগি প্রতি কেজি সাড়ে ৫শ’ টাকায় বেচাকেনা হতে দেখা যায়, আর ফার্মের ডিমের হালি ৪০ টাকা। খাসির মাংসের কেজি ৯০০ থেকে সাড়ে ৯শ’ এবং গরুর মাংস ৭০০ থেকে ৭২০ টাকা কেজিতে বেচাকেনা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা সেলিম ভূঁইয়া

সশস্ত্র বাহিনীর বেতন নির্ধারণে নতুন কমিটি গঠন

বলিউডের বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি স্যানন

গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণ : একই পরিবারের তিনজন দগ্ধ

প্লেনে যাত্রী হয়রানি রোধে জরুরি নির্দেশনা দিয়ে সরকারের প্রজ্ঞাপন

ঢাকা কলেজের অধ্যক্ষের সাথে সং'ঘ'র্ষ নিয়ে আলোচনা করছেন ডিসি মাসুদ | Daily Karatoa