ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বগুড়ার নন্দীগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১। প্রতীকী ছবি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকরাম হোসেন (৩৬) নামে এক পল্লী পশু চিকিৎসক নিহত হয়েছেন। তিনি উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের নিশিন্দারা গ্রামের মাজেদ আলীর ছেলে। আজ রোববার (২৯ জুন) দুপুরের দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, গত শুক্রবার দুপুরে উপজেলার দেওগ্রাম এলাকায় ওমরপুর-তালোড়া আঞ্চলিক মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। এসময় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (২৯ জুন) দুপুরে আকরাম হোসেনের মৃত্যু হয়।

তার পরিবারের সদস্য উপজেলার লুস্কুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন জানান, নিহত আকরাম হোসেন পল্লী পশু চিকিৎসক ছিলেন। তিনি গত শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পশু চিকিৎসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে দেওগ্রাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দু’দিন চিকিৎসাধীন থাকার পর আজ রোববার (২৯ জুন) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

টাকা ফেরত না দিয়েই চাকরি থেকে অব্যাহতি নিলেন এক ক্বারি শিক্ষক, শর্ত না মেনে চাকরি

বগুড়ায় এবার দেড়শ’ কোটি টাকার আগাম শীতকালিন সবজি চাষের লক্ষ্য

রাকসু নির্বাচনে মোট প্রার্থী ৩০৬ জন : চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ব্যালট নম্বর পেল প্রার্থীরা

বগুড়ার সোনাতলায় গোসাইবাড়ী-হাট করমজা সড়কের বেহাল দশা

যেকোন ইস্যুতে ছাত্রশিবির শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দেবে : এজিএস মহিউদ্দীন খান