ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিলেন ধোনি!

‘ক্যাপ্টেন কুল’ নামটা নিজের করে নিলেন ধোনি!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মাঠে কঠিন পরিস্থিতিতেও রাখেন মাথা ঠান্ডা। সেইসঙ্গে নেন সাহসী সিদ্ধান্ত। এমন মানসিকতার কারণেই ‘ক্যাপ্টেন কুল’ তকমা পান মহেন্দ্র সিং ধোনি। এবার সেই উপাধি আনুষ্ঠানিকভাবে নিজের করে নেওয়ার পথে বড় পদক্ষেপ নিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। ভারতের ট্রেডমার্ক রেজিস্ট্রির মাধ্যমে সেটা নিজের করে নিতে আবেদন করেছেন, যা আনুষ্ঠানিকভাবে গৃহীত ও প্রকাশিত হয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের জুন মাসে এই ট্রেডমার্কের জন্য আবেদন করেন ধোনি। কিন্তু শুরুতে তাকে জানানো হয় নামটি ইতোমধ্যে প্রভা স্কিল স্পোর্টস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার নামে নিবন্ধিত। ধোনি এই নিবন্ধনের বিরুদ্ধে আপত্তি জানান এবং একে তার ব্র্যান্ডের অপব্যবহারের জন্য ‘অসৎ উদ্দেশ্যপূর্ণ’ চেষ্টা বলে উল্লেখ করেন। প্রায় চারটি শুনানির পর ট্রেডমার্ক রেজিস্ট্রি ২০২৫ সালের ১৬ জুন ধোনির আবেদন গ্রহণ করে। এখন ট্রেডমার্কটি মঞ্জুর বলে ধরে নেওয়া হবে যদি নাম প্রকাশের ১২০ দিনের মধ্যে কোনও আপত্তি না ওঠে। 

আরও পড়ুন

কঠিন চাপের মুহূর্তেও ধোনির মাথা ঠান্ডা রাখার স্বভাবের জন্য ‘ক্যাপ্টেন কুল’ তকমা পান। সর্বশেষ আইপিএলে তিনি আবারও রুতুরাজ গায়কওয়াড়ের চোটের পর চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দিয়েছেন। তবে এবারের মৌসুম চেন্নাইয়ের জন্য ছিল ভীষণ হতাশাজনক-১৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড